জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট সদরের ভাদসা এলাকায় এক যুগ আগে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় একটি ধারায় ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।’
একইসঙ্গে আরেকটি ধারায় ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ মামলায় তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।
কোর্ট ইন্সপেক্টর আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে জয়পুরহাট জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলো- জেলার ক্ষেতলাল উপজেলার দাসরাখাঁপাড়ার বাসিন্দা মো. ফজলু, একই গ্রামের মো. তাজেল, সদরের পুরানাপৈল বাজার এলাকার মুকুল হোসেন, সদরের কোচনাপুরের আনোয়ার হোসেন ও হামছায়াপুর এলাকার মিঠুন হোসেন। এদের মধ্যে ফজলু, আনোয়ার ও মিঠুনকে পলাতক রয়েছেন।
আদালত ও মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১২ সালের ২০ ফেব্রুয়ারি রাতে সদরের ভাদসা এলাকার গোলাম মাহমুদ মন্ডলের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল তার স্ত্রী জেবু আরা তাসলিমাকে মারধর করে। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার সময় গোলাম মাহমুদের ছেলে-মেয়েকে বেঁধে রাখা হয়। পরে ডাকাত দল স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় গোলাম মাহমুদ বাদী হয়ে ঘটনার পরদিন ৬ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন।’
এ মামলার তদন্তের দায়িত্ব পান থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) খায়রুল বাশার। তিনি তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে ২০১৩ সালের ২০ ফেব্রুয়ারি অভিযোগপত্র দাখিল করেন। মামলা চলাকালে এক নম্বর আসামি মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়।
উপদেষ্টা নূরজাহান বেগম সোমবার রাজধানীর সিরডাপ অডিটোরিয়ামে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৫ উপলক্ষে আয়োজিত কর্মশালায় যোগ দিয়ে…
জাতীয় নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ চলতি সপ্তাহেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র…
ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রমাদানের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি…
বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘ধর্মকে ব্যবহার করে যারা…
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সোমবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে নীলফামারী জেলা…
রাজধানীর যাত্রাবাড়ীতে জুলাই আন্দোলন চলাকালে নিহত আসাদুল হক বাবু হত্যা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই…
This website uses cookies.