আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আরো দুই হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পদত্যাগ করে দেশত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ আরো দুইটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।’

বুধবার সকালে মামলা দায়েরের জন্য ট্রাইব্যুনালে যাবতীয় তথ্য প্রমাণাদিসহ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পুলিশের গুলিতে নিহত ইমাম ও সায়েমের পরিবারের সদস্যরা এসে অভিযোগ দাখিল করেন।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের অনুমোদন সাপেক্ষে আজ মামলা দু’টি দায়ের করা হয়।’

একটি মামলায় বলা হয়েছে, গত ১৯ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে যাত্রাবাড়ীর মেয়র মোহম্মদ হানিফ ফ্লাইওভার সংলগ্ন এলাকায় গুলিবিদ্ধ হন মো. সায়েম হোসেন। আজ সকালে শেখ হাসিনাসহ ৮৪ জনের নামোল্লেখ করে মামলাটি দায়ের করেন নিহতের মা শিউলি হোসেন।’

অপর মামলায় বলা হয়েছে, গত ২০ জুলাই রাজধানীর কাজলা ফুটওভার ব্রিজ সংলগ্ন এলাকায় মো. ইমাম হোসেন তামিম ভুঁইয়াও গুলিতে নিহত হন। এ ঘটনায় তার মা পারভীন আক্তার বাদী হয়ে শেখ হাসিনা সহ ১৮ জনের বিরুদ্ধে মামলাটি রুজু করেন।’

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, এখন পর্যন্ত ৭০ টিরও বেশি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে এসেছে। প্রতিদিনই অভিযোগ আসছে। তাছাড়াও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বরাবরও অনেক অভিযোগ জমা পড়েছে।’

এর পাশাপাশি দেশের বিভিন্ন থানায় যেখানে যত মামলা হয়েছে জুলাই-আগস্ট গণহত্যাসহ বিভিন্ন অপরাধের অভিযোগে এসব মামলা যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলে আসে সেজন্য স্বল্প সময়ের মধ্যে পদক্ষেপ নেয়া হবে বলে তিনি জানান। তিনি বলেন, দেশের বিভিন্ন থানায় করা এসব মামলায় প্রকৃত দোষীদের বাদ দেওয়া হলে বা অহেতুক কাউকে সম্পৃক্ত করা হলে তা খতিয়ে দেখা হবে। আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।

চিফ প্রসিকিউটর গণমাধ্যমের সহায়তা কামনা করে বলেন, জুলাই-আগস্ট গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে।

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন নির্মূলে বিগত ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন বাহিনী ও ক্যাডারদের হাতে হত্যা গণহত্যাসহ বিভিন্ন অপরাধের শিকার ভিকটিম ও তাদের স্বজনরা ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থা বরাবরই অভিযোগ করবেন। এখানে অভিযোগ করতে কোথাও কোনো টাকা-পয়সা খরচ করতে হবে না।’

চিফ প্রসিকিউটর বলেন, ভিকটিমগণ নিরাপত্তাহীনতার আশঙ্কা করলে সেই ক্ষেত্রে তাকে আইনি নিরাপত্তা নিশ্চিত করা হবে, এক্ষেত্রে সাক্ষী সুরক্ষা বিধানও রয়েছে।’

এই বিষয়গুলো গণমাধ্যমে বেশি বেশি প্রচার করলে সকলে ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে উৎসাহিত হবেন বলে মনে করেন চিফ প্রসিকিউটর।’

প্রলয় ডেস্ক

Recent Posts

টঙ্গীতে ১৫ রাউন্ড গুলিসহ বিদেশী রিভলবার উদ্ধার

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…

8 hours ago

ত্রিশালে অসহায় পরিবারের কাকরুল গাছের বাগান কেটে দেওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…

14 hours ago

আইসিইউতে শেরপুর জেলা সদর হাসপাতাল, দেখার কেউ নেই

এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…

14 hours ago

চিলমারীর অসহায় রফিকুল পরিবারের পাশে চার সাংবাদিক

নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…

14 hours ago

ময়মনসিংহে স্টেশন রোডে অবৈধ হকার উচ্ছেদ

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…

14 hours ago

রাজবাড়ীতে অচল খাল সচল ও জলাবদ্ধতা নিরসনে কৃষক সমিতির বিক্ষোভ

রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…

17 hours ago

This website uses cookies.