কাউনিয়ায় গুড়ি গুড়ি বৃষ্টি ও বাতাসে উঠতি আমন ধানের ক্ষতি

কাউনিয়া প্রতিনিধি:

ঘুর্ণিঝড় দানা’র প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টি আর বাতাসে আমন ধানের ক্ষেত মাটিতে লুটিয়ে পড়েছে। এতে কৃষকের স্বপ্ন ভঙ্গ হতে চলেছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি আর বাতাসের কারণে উঠতি এ ধান ক্ষেত মাটিতে নেতিয়ে পড়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে দানা’র প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টির সাথে বাতাস বয়ে যাওয়ায় কাউনিয়া উপজেলায় উঠতি আমন ধানের ক্ষেত বিশেষ করে স্বর্ণা ও বি আর-১১ জাতের ধান ক্ষেত মাটিতে নেতিয়ে পড়েছে। অনেক কৃষক কয়েক টি করে ধান গাছ একত্রে বেঁধে দাঁড় করানো নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু যে সমস্ত আমন ক্ষেতে পানি জমে আছে সে জমিতে নেতিয়ে পড়া ধান নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে উপজেলায় চলতি মৌসুমে ১১ হাজার ৪৭০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চাষাবাদ হয়েছে ১১ হাজার ৪৭৫ হেক্টর জমিতে আর উৎপাদন লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৪৭ হাজার ৮৮০ মেট্রিক টন।

চান ঘাট গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক দৈনিক প্রলয়কে বলেন, তার ৪৮শতক জমির ধান ক্ষেত মাটিতে নেতিয়ে পড়েছে।

নিজপাড়া গ্রামের কৃষক জহির রায়হান দৈনিক প্রলয়কে বলেন, তার ৫০ শতক জমির ধানের ক্ষেত বাতাসে মাটিতে শুয়ে পড়েছে।

নাজিরদহ গ্রামের কৃষক হাফিজুর রহমান দৈনিক প্রলয়কে বলেন, তার ২৮ শতক জমির ধান মাটিতে নুয়ে পড়েছে। এতে আমার স্বপ্ন ভঙ্গ হয়ে গেলো এখন আর আশাতীত ফলন পাবো না শুধু খড় কেটে নিয়ে যেতে হবে।

দানা’র প্রভাবে কি পরিমাণ ধানের ক্ষতি হয়েছে সে তথ্য এখনো কৃষি বিভাগ দিতে পারেনি। তবে কৃষক সূত্রে জানাগেছে বিভিন্ন এলাকায় প্রায় ১ হাজার হেক্টর জমির ধান মাটিতে নেতিয়ে পড়ে নষ্ট হওয়ার উপক্রম হয়ে পড়েছে।

উপজেলা কৃষি অফিসার মোছাঃ তানিয়া আক্তার বলেন, বাতাসে কিছু ক্ষেতের ধান মাটিতে পড়ে গেছে। বাতাস কমে গেলে ধান গাছ আবার দাঁড়িয়ে যাবে। ধানের তেমন ক্ষতি হবেনা, মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি অফিসাররা খোঁজ নিচ্ছেন।

প্রলয় ডেস্ক

Recent Posts

ত্রিশালে অসহায় পরিবারের কাকরুল গাছের বাগান কেটে দেওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…

3 hours ago

আইসিইউতে শেরপুর জেলা সদর হাসপাতাল, দেখার কেউ নেই

এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…

3 hours ago

চিলমারীর অসহায় রফিকুল পরিবারের পাশে চার সাংবাদিক

নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…

3 hours ago

ময়মনসিংহে স্টেশন রোডে অবৈধ হকার উচ্ছেদ

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…

3 hours ago

রাজবাড়ীতে অচল খাল সচল ও জলাবদ্ধতা নিরসনে কৃষক সমিতির বিক্ষোভ

রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…

5 hours ago

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট)…

5 hours ago

This website uses cookies.