ভাঙ্গায় বিনামূল্যে চক্ষু সেবা প্রদান

ওয়াহিদুজ জামান, ফরিদপুর

ফরিদপুরের ভাঙ্গায় সৎসঙ্গ সামাজিক সোসাইটির উদ্যোগে লায়ন্স ক্লাব ইন্টান্যাশনালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী আজিমনগর ইউনিয়ন পরিষদ ভবনে চক্ষু চিকিৎসা দেওয়া হয়।

বিভিন্ন এলাকা থেকে প্রায় ২ সহস্রাধিক চক্ষু রোগীর ছানিপড়া সহ বিভিন্ন চক্ষু সেবা প্রদান করা হয়।

সৎসঙ্ঘ সামাজিক উন্নয়ন সোসাইটির সভাপতি মিজানুর রহমান বুলুর পৃষ্ঠপোষকতা ও আর্থিক সহযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন, ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া, বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাবের চেয়ারপারসন ফারহানা বক্স, ক্লাবের কর্মকর্তা সামসুল আলম, বিল্লাল হোসাইন, ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ মোখলেসুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, আজিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাজাহান মিয়া, সৎসঙ্গ সামাজিক সোসাইটির সহ সভাপতি আনোয়ার হোসেন, সিনিয়র নির্বাহী পরিচালক মর্তুজা খান, নজরুল ইসলাম, বাকীউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ নুরু মিয়া, মোঃ বাবলু মিয়া, ইমদাদুল হক , আফজাল হোসেন খান, মাহাবুব,জামাল হোসেন, ইমরান হোসেন, নাসির হোসেন , মোঃ শহিদুল ইসলাম, মোঃ শাহ আলম প্রমুখ।

বক্তব্য সৎসংঘ সামাজিক সোসাইটির সভাপতি মিজানুর রহমান বুলু বলেন, চক্ষু সেবা প্রত্যন্ত এলাকায় পৌঁছে দেয়ার লক্ষ্যে এবং চিকিৎসা বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বদ্ধ পরিকর। মানবিক এই উদ্যোগের মাধ্যমে গ্রামের সাধারণ মানুষ সম্পূর্ণ বিনামূল্যে দুই হাজার রোগীকে চোখের যাবতীয় পরীক্ষা, চশমা প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ পত্র দেওয়া হয়েছে। এছাড়া অভিজ্ঞ চিকিৎসকগণ কর্তৃক চক্ষু রোগ নির্ণয় ও পরামর্শ প্রদান করেন। আমরা প্রতিবছরই শিমুল বাজার তথা আজিমনগর ইউনিয়ন পরিষদ ভবনে এই চক্ষু সেবা প্রদান করে থাকি।

চক্ষু সেবা অনুষ্ঠানে, লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাবের চেয়ারপারসন ফারহানা বক্স বলেন, সৎসঙ্ঘ সামাজিক উন্নয়ন সোসাইটির এই ক্যাম্পেইনটি চক্ষু চিকিৎসা সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সামাজিক ভূমিকা পালন করেছে। বিনামূল্যে প্রায় দুই হাজার চক্ষু রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।’

যে সকল চক্ষু রোগীদের চোখের অপারেশন করার প্রয়োজন হবে তাদেরকে লায়ন্স চক্ষু হাসপাতাল আগারগাও ঢাকায় সম্পূর্ন বিনা খরচে চোখের অপারেশন করা হবে। অদূর ভবিষ্যতেও এই সেবা আরও বিস্তৃত করার লক্ষ্যে, সৎসঙ্ঘ সামাজিক উন্নয়ন সোসাইটি স্থানীয় প্রশাসন ও অন্যান্য ব্যক্তি বর্গের সহযোগিতায় কাজ করতে পরিকল্পনাধীন। চক্ষু রোগী প্রতিরোধ ও চিকিৎসায় মানুষ সচেতন হতে পারে এবং সঠিক সময়ে সঠিক সেবা গ্রহণ করতে পারে।’

প্রলয় ডেস্ক

Recent Posts

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে জাতীয়…

12 minutes ago

১৮ বছর আগে বরখাস্ত ৩২৮ জনকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ

কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করার নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে। এই রায় আপিল বিভাগের ১৭…

2 hours ago

সাবেক এমপি শফিকুল ইসলাম অপু গ্রেপ্তার

রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল…

2 hours ago

ভাষাসৈনিক আহমদ রফিক গুরুতর অসুস্থ

আন্দোলনের অন্যতম সৈনিক, কবি ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিক গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি…

2 hours ago

সাবেক ডিবি প্রধান হারুনসহ ১৮ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদসহ ১৮ পুলিশ কর্মকর্তাকে বিনা…

2 hours ago

ডাকসু নির্বাচনে শিবিরের চূড়ান্ত প্যানেলে অন্য যারা আছেন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ইনক্লুসিভ তথা অন্তর্ভুক্তিমূলক প্যানেল ঘোষণা করেছে…

2 hours ago

This website uses cookies.