Categories: টপ নিউজ

বাবার সামনে ছেলেকে কুপিয়ে হত্যা, বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মো. রুম্মান হাওলাদার, মঠবাড়িয়া প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়ায় বাবার চোখের সামনে ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় আসামীদের গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসি। শনিবার (২৬ অক্টোবর) দুপুরের উপজেলার বাবুরহাট বাজারে আয়োজিত এ কর্মসূচিতে ৩ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

স্থানীয় সমাজ সেবক মোস্তফা মোল্লার সভাপতিত্বে আসামীদের গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন- মো. ইসমাইল হোসেন, মো. হালিম, মজনু মিয়া, আব্দুস সালাম খান, বেলায়েত হোসেন, আক্কাস আলী, তাজেনুর বেগম, নিহত জয়নালের বাবা সোহরাব মৃধা, মা ফিরোজা বেগম ও স্ত্রী আনিসা বেগম প্রমূখ।

উল্লেখ্য- গত ৫ অক্টোবর মাছধরতে অবস্থান করা সুন্দরবনের শরণখোলা থানাধীন কস্তুরা খালে সকাল সাড়ে ৫টার দিকে প্রতিপক্ষ সোহরাব মাতুব্বরের ছেলে আল আমীন ও জাহাঙ্গীর এর নেতৃত্বে ২০ জনের একটি দল ৪টি ট্রলার যোগে এসে তাদের ট্রলার ঘেরাও করে হামলা চালায়। এসময় জয়নালকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নদীতে ফেলে দেয়। সাথে-সাথে সোহরাব মৃধা ছেলে জয়নালকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়েও ছেলেকে খুঁজে পাননি।

৬ অক্টোবর রোববার সন্ধ্যার দিকে ওই নদী থেকে নিহত জয়নালের ভাসমান লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহত জয়নালের বাবা সোহরাব মৃধা ৯ অক্টোবর বাগেরহাট জেলার শরণখোলা থানায় মামলা করেছেন। সোহরাব মৃধা মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামের মৃত রুস্তুম আলী মৃধার ছেলে।

মামলার আসামী- মঠবাড়িয়া উপজেলার তাফালবাড়িয়া গ্রামের ছোহরাব মাতুব্বরের ছেলে আল আমিন (২৫), জাহাঙ্গীর (৪৫), আলম (৩৫), সোবাহান (৪৮), মৃত. সাদিমান হাওলাদারের ছেলে শাহজাহান (৫১), ইন্দুরকানী সদর গ্রামের জাহাঙ্গীর মাতুব্বরের ছেলে রাসেল (২১), রুবেল (২১), ছোবাহন মাতুব্বরের ছেলে মনির (২৩), পাথরঘাটা উপজেলার দক্ষিণ কাঠালতলী গ্রামের মৃত. মজিদ মিয়ার ছেলে মঞ্জু (৩০), মৃত নূর মোহাম্মদ জমাদ্দারের ছেলে খলিল (৪৫), চরদুয়ানী গ্রামের মৃত, আসমত আলী খানের ছেলে কাশেম খা (৪৫) এবং অজ্ঞাত ৯ জন।

শরণখোলা থানার ওসি এএইচ এম কামরুজ্জামান খান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি যেহেতু নদীর মধ্যে, তাই নৌ-পুলিশকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ধানসাগর নৌ-পুলিশ ফাঁড়ির এস আই মো. আব্দুল আলম বলেন, মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। আসামী গ্রেপ্তারের জন্য ইতোমধ্যে দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে।

প্রলয় ডেস্ক

Recent Posts

টঙ্গীতে ১৫ রাউন্ড গুলিসহ বিদেশী রিভলবার উদ্ধার

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…

4 hours ago

ত্রিশালে অসহায় পরিবারের কাকরুল গাছের বাগান কেটে দেওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…

10 hours ago

আইসিইউতে শেরপুর জেলা সদর হাসপাতাল, দেখার কেউ নেই

এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…

10 hours ago

চিলমারীর অসহায় রফিকুল পরিবারের পাশে চার সাংবাদিক

নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…

10 hours ago

ময়মনসিংহে স্টেশন রোডে অবৈধ হকার উচ্ছেদ

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…

10 hours ago

রাজবাড়ীতে অচল খাল সচল ও জলাবদ্ধতা নিরসনে কৃষক সমিতির বিক্ষোভ

রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…

13 hours ago

This website uses cookies.