আহসান হাবিব, পঞ্চগড়
“মাদককে না বলি, দুর্নীতি মুক্ত সমাজ গড়ি” এই শ্লোগানে পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে ম্যারাথন প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতায় পঞ্চগড়সহ বিভিন্ন জেলার প্রায় ৩ শতাধীক প্রতিযোগি অংশগ্রহণ করে।’
শনিবার (২৬ অক্টোবর) সকাল ৯টায় পঞ্চগড় সরকারি অডিটোরীয়ামের সামনে থেকে শুরু হয় ম্যারাথনের। ৫ কিলোমিটার দৌর শেষে অডিটোরীয়ামে এসে শেষ হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুঁশি সবাই। তবে মাদক ও দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে এমন আয়োজনে আয়োজকদের ধন্যবাদ জানান অংশগ্রহণকারীরা। আর আয়োজকদের দাবী এমন আয়োজন যুব সমাজের শরীর চর্চাসহ মাদক থেকে দূরে রাখবে।’
জানা গেছে, পঞ্চগড়ের সম্মলিত সেচ্ছাসেবী ফোরাম এর আয়োজনে ও জেলা প্রশাসন পঞ্চগড়ের সহায়তায় এই ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।,
অংশগ্রহণকারী আরিফুল ইসলাম বলেন, ছোট থেকেই দৌড় প্রতিযোগিতা করে আসছি। তবে এমন ম্যারাথনে এবার প্রথম অংশগ্রহণ করা হয়েছে। একটা নতুন অভিজ্ঞতা নিয়ে খুব ভালো লাগছে।,
পঞ্চগড় করতোয়া কালেক্টর আদর্শ শিক্ষা নিকেতনের শিক্ষার্থী সৌয়ব বিন ওয়াহিদ ও ইমামুল মুরসালীন বলেন, যেদিন থেকে রেজিস্ট্রার করেছি, সেদিন থেকে আমাদের মাঝে একটা উদ্দিপনা কাজ করছিল। কখন আমরা ম্যারাথনে অংশগ্রহণ করবো। অবশেসে প্রথমবারের মত বন্ধুদের সাথে এই প্রতিযোগায় অংশগ্রহণ করতে পেরেছি। একটা নতুন অভিজ্ঞতা হয়েছে, খুব ভালো লাগছে। একই সাথে তারা জানান হার-জিত থাকবে। তবে অংশগ্রহণ করাটাই বড় বিষয়।’
পাবনা থেকে প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে আসা ইমরান হাসান বলেন, মাদক ও দূর্নীতির বিরুদ্ধে এমন আয়োজন খুব ভালো লাগলো। এখানে সব বয়সীরা অংশগ্রহণ করায় একটা মেলায় পরিণত হয়েছে। আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি এমন আয়োজন করায়।’
সম্মলিত সেচ্ছাসেবী ফোরাম পঞ্চগড় এর সমন্বয়ক এডভোকেট আহসান হাবিব বলেন, আজকের পঞ্চগড় জেলার সকল সেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে গঠিত এই ফোরামের মাধ্যমে এই ম্যারাথনের আয়োজন। আমাদের মূল উদ্দেশ্য পঞ্চগড়সহ সারাদেশের যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ও দূর্নীতি মুক্ত দেশ গড়ার। সেই লক্ষে আমরা সবাই কাজ করে যাচ্ছি। আমরা জানাতে চাই পঞ্চগড় জেলার মানুষসহ আপামর জনতা ও সকল সেচ্ছাসেবী সংগঠন মাদক ও দূর্নীতির বিরুদ্ধে রয়েছে।’
পঞ্চগড় জেলা প্রশাসক মো. সাবেত আলী বলেন, মাদক ও দুর্নীতি প্রতিরোধে এবং সচেতনতা বৃদ্ধির লক্ষে ম্যারাথনের আয়োজন করা হয়েছে। এরি ধারাবাহিকতায় এই ম্যারাথনে বিভিন্ন বয়সের প্রায় ৩ শতাধীক প্রতিযোগি অংশগ্রহণ করে। ভালো লাগছে, সুষ্ঠু ভাবে আমরা প্রতিযোগিতাটি শেষ করতে পেরেছি। আশাকরি নতুন বাংলাদেশ বিনির্মাণে এবং মাদক ও দুর্নীতি নিমূল করতে সকলে এগিয়ে আসবে।
প্রতিযোগিতা শেষে অডিটোরিয়ামের মুক্ত মঞ্চে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেয়া হয়।
গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…
This website uses cookies.