ফরিদপুরে আ.লীগের ৩৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলার আবেদন

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সাবেক পৌর মেয়রসহ ৩৮ নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলার আবেদন করা হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) দুপুরে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সদস্য সচিব (স্থগিত কমিটি) মো. নুরুজ্জামান খসরু বাদী হয়ে ৩৮ জনের নাম উল্লেখ করে ফরিদপুর দ্রুত বিচার আদালতে মামলার আবেদন করেন। আদালত মামলাটি তদন্তের জন্য আলফাডাঙ্গা থানাকে নির্দেশ দিয়েছেন।

আদালত মামলাটি তদন্তের জন্য আলফাডাঙ্গা থানাকে নির্দেশ দিয়েছেন। মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন- আলফাডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান, বোয়ালমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজা, আলফাডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক হাসমত হোসেন তালুকদার তপনসহ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩৮ নেতাকর্মী। এছাড়া আরও ১০০০-১৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

বাদী মামলার বিবরণে উল্লেখ করেন, আসামিরা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের লাঠিয়াল ও হেলমেট বাহিনী। আওয়ামী লীগ সরকারের সময় চাঁদাবাজি, সাধারণ মানুষের সম্পদ লুট ও ত্রাস সৃষ্টি করে জীবিকা নির্বাহ করতো। শেখ হাসিনা দেশে ফিরছেন এমন খবরে গত ১৩ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আসামিরা আগ্নেয়াস্ত্র ও বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে আলফাডাঙ্গা সদর বাজারের বাসস্ট্যান্ড থেকে উপজেলা নির্বাহীর কার্যালয় পর্যন্ত বিভিন্ন রাস্তায় রাস্তায় অগ্নিসংযোগ করে।

বিএনপির নেতাকর্মীদের ঘরবাড়ি ভাঙচুর করে ক্ষতিসাধন করে। এছাড়া আসামিরা বিএনপি নেতাকর্মীদের খুন জখমের হুমকি দেয়। পরে এ ঘটনায় মামলা করার জন্য থানায় যান বাদী। তবে থানা কর্তৃপক্ষ মামলা গ্রহণ না করে বাদীকে আদালতে মামলা করার পরামর্শ দেন।’

আরও পড়ুন

কুড়িগ্রামে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

সচিব জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসর

প্লটমালিকের স্ত্রী কে হত্যার অভিযোগ ড্রাইভার ও কেয়ারটেকারের বিরুদ্ধে

বাদী পক্ষের আইনজীবী হাসান আলী জানান, বাদী পক্ষের অভিযোগটি শুনানি শেষে, অভিযোগটি আমলে নেন বিজ্ঞ আদালত। পরে মামলার তদন্তের জন্য আলফাডাঙ্গা থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন। আলফাডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান দাবী করেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়িয়ে মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে। তাই নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচারের দাবি জানান তিনি। আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ হারুন-অর রশীদ বলেন, এবিষয়ে থানায় এখনো কোন নির্দেশনা আসেনি। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

 

এসআই

প্রলয় ডেস্ক

Recent Posts

টঙ্গীতে ১৫ রাউন্ড গুলিসহ বিদেশী রিভলবার উদ্ধার

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…

1 hour ago

ত্রিশালে অসহায় পরিবারের কাকরুল গাছের বাগান কেটে দেওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…

8 hours ago

আইসিইউতে শেরপুর জেলা সদর হাসপাতাল, দেখার কেউ নেই

এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…

8 hours ago

চিলমারীর অসহায় রফিকুল পরিবারের পাশে চার সাংবাদিক

নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…

8 hours ago

ময়মনসিংহে স্টেশন রোডে অবৈধ হকার উচ্ছেদ

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…

8 hours ago

রাজবাড়ীতে অচল খাল সচল ও জলাবদ্ধতা নিরসনে কৃষক সমিতির বিক্ষোভ

রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…

10 hours ago

This website uses cookies.