চেক প্রতারণার দায়ে আবু চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

গোপালগঞ্জ সংবাদদাতা

অভিনব প্রতারণা, জালিয়াতির মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ এবং চেক দিয়ে প্রতারণার ঘটনায় দায়েরকৃত মামলায় আবু চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। গোপালগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত আবু চৌধুরীর বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার এজাহার সূত্রে জানাযায়, আবু চৌধুরী বাদীর নিকট হইতে ৭৭,৮০,০০০/-(সাতাত্তর লক্ষ আশি হাজার) টাকা নিয়েছিলেন। সেমতে আসামী বাদীকে টাকা ফেরত দিতে কাল ক্ষেপন করে আসছিলেন। অবশেষে বাদীকে নগদ টাকা প্রদান না করিয়া আসামীর নিজ নামীয় ডাচ্ বাংলা ব্যাংক পল্লবী মিরপুর, ঢাকা শাখার হিসাব নম্বর ২১১১৫১১৬৯৯৩৮ চেক নং ০৩৪৩৩৭০।

চেকে ৭৭,৮০,০০০ (সাতাত্তর লক্ষ আশি অ হাজার) টাকা গত ২০২৩ সালের ০৭ সেপ্টেম্বর আবু চৌধুরী তাহার নিজ নাম স্বাক্ষর করিয়া এবং চেকে উল্লেখিত টাকার পরিমান লিখিয়া বাদী বরাবর চেকটি প্রদান করেন। বাদী টাকা উত্তোলনের জন্য আসামীর দেওয়া চেকটি একই তারিখে ইসলামি ব্যাংক বাংলাদেশ লিঃ গোপালগঞ্জ সদর শাখায় নগদায়নের জন্য জমা দিলে ব্যাংক কর্তৃপক্ষ অপর্যাপ্ত তহবিলের কারনে চেকটি ২০২৩ সালের ১০ সেপ্টেম্বর ডিজঅনার করিয়া ফেরৎ প্রদান করেন।

বাদী তাহার নিয়োজিত আইনজীবির মাধ্যমে গত ইং ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর প্রান্তী স্বীকার পত্রসহ রেজিস্ট্রী ডাকযোগে আসামী বরাবর লিগ্যাল নোটিশ প্রদান করেন এবং উক্ত লিগ্যাল নোটিশ আসামীর দেওয়া চেকে আসামীর হিসাব নম্বরে জমা দিলে ব্যাংক কর্তৃপক্ষ অপর্যাপ্ত তহবিলের কারনে চেকটি ডিজঅনার করিয়া বাদীকে ফেরৎ দিয়েছে মর্মে উল্লেখ করেন এবং উক্ত লিগ্যাল নোটিশ প্রাপ্তির পর ০১ (এক) মাসের মধ্যে বাদীর পাওনা সমূদয় টাকা বাদীকে পরিশোধ করিতে অনুরোধ করেন। কিন্তু আসামী বাদীর পাওনা টাকা পরিশোধ না করায় বাদী তার আইনজীবির মাধ্যমে আসামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারীর আবেদন করেন। এবং চেক প্রতারণার অভিযোগে গোপালগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত আবু চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এবিষয়ে মামলার বাদী কবির হোসেন মোল্লা জানান, আবু চৌধুরীর সাথে তার দীর্ঘ দিনের ব্যবসায়িক লেনদেন ছিল। ব্যবসায়িক উদ্দেশ্যে আবু চৌধুরীকে তিনি ৭৮ লক্ষ ৮০ হাজার টাকা দেন । সময় মতো টাকা ফেরত না দিয়ে বিপুল অর্থ আত্মসাৎ এর পায়তারা করে আসছিলেন।

আরও পড়ুন

মঠবাড়িয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ২ লক্ষাধিক টাকার টিউশন ফি আত্মসাৎ

দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ

পরবর্তীতে সে টাকা ফেরত দেবে মর্মে পাওনা টাকার বিপরীতে চেক ইস্যু করেন। চেক ইস্যু করার পর নগদায়নের জন্য জমা দিলে ব্যাংক কর্তৃপক্ষ অপর্যাপ্ত তহবিলের কারনে ডিজঅনার করিয়া ফেরৎ প্রদান করেন। আপোষে টাকা আদায়ে ব্যর্থ হয়ে আমি গোপালগঞ্জের চীফ জুডিশিয়াল আদালতে মামলা দায়ের করি।

মামলা নং ১৬৬৩-২৩। আদালত মামলাটি আমলে নিয়ে আবু চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আমি অমার দেওয়া টাকা ফেরত পেতে আদালতের স্বরণাপন্ন হয়েছি। আদালতের মাধ্যমে ইনশাআল্লাহ ন্যায় বিচারের মাধ্যমে আমার টাকা ফেরত পাব।

 

 

দৈনিক প্রলয়/এসআই

প্রলয় ডেস্ক

Recent Posts

টঙ্গীতে ১৫ রাউন্ড গুলিসহ বিদেশী রিভলবার উদ্ধার

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…

2 hours ago

ত্রিশালে অসহায় পরিবারের কাকরুল গাছের বাগান কেটে দেওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…

8 hours ago

আইসিইউতে শেরপুর জেলা সদর হাসপাতাল, দেখার কেউ নেই

এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…

8 hours ago

চিলমারীর অসহায় রফিকুল পরিবারের পাশে চার সাংবাদিক

নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…

8 hours ago

ময়মনসিংহে স্টেশন রোডে অবৈধ হকার উচ্ছেদ

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…

8 hours ago

রাজবাড়ীতে অচল খাল সচল ও জলাবদ্ধতা নিরসনে কৃষক সমিতির বিক্ষোভ

রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…

10 hours ago

This website uses cookies.