নওগাঁ প্রতিনিধি
নওগাঁর রাণীনগরে থানায় অভিযোগ দিয়ে বাড়ি ফেরার পথে বাদীসহ পাঁচজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে উপজেলার চক পারইল গ্রামে এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন চক পারইল গ্রামের শহিদুল ইসলাম (৫০), সাফিয়া (৪৫), কিরন মালা (৩০), রায়েজিদ (৪৩) ও শাকিব (১৮)। আহতরা সবাই নওগাঁ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
মারধরের শিকার ভুক্তভোগীরা জানান, শহিদুল ইসলামের সঙ্গে একই গ্রামের মকবুল ও রায়হানসহ কয়েকজনের জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার দুপুরে শহিদুলের পরিবারের লোকজনের সাথে মকবুল, রায়হানসহ প্রতিপক্ষদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শহিদুলের পরিবারের লোকজনকে মারধর করেন তারা। এ ঘটনায় সন্ধ্যায় শহিদুল ইসলাম বাদী হয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে রাণীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। থানায় অভিযোগ দিয়ে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে রাস্তায় এবং খলিয়ানে পথরোধ করে বাদী শহিদুল ইসলামসহ সাফিয়া, কিরন মালা, রায়েজিদ ও শাকিবকে প্রতিপক্ষরা ১০-১৫ জন মিলে রড ও লাঠিসোটা দিয়ে বেধম মারধর করে গুরুত্বর আহত করেন।
আরও পড়ুন
ময়মনসিংহ ও বরিশালে নতুন বিভাগীয় কমিশনার
নগরকান্দায় ইসলামী আন্দোলনের নেতার উপর গুলি করার অভিযোগ
কম শুল্কের ডিমের আরেকটি চালান এলো বেনাপোল বন্দরে
ভুক্তভোগী শহিদুল ইসলাম জানান, ‘প্রতিপক্ষরা অতর্কিতভাবে হামলা করে আমাদের ব্যাপক মারপিট করেছে। এ ঘটনায় আমরা থানায় মামলা দায়েরের প্রস্ততি নিচ্ছি।’
মারধরের অভিযোগের বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে রায়হান বলেন, ‘আমরা কাউকে মারধর করেনি। সেখানে দু’পক্ষের হাতাহাতির ঘটনা ঘটেছে। তারা যে অভিযোগ করছে তা মিথ্যা। বরং তারাই আমাদের ৫-৬ জনকে মেরেছে।’
এ বিষয়ে রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম বলেন, ভুক্তভোগীরা থানায় এসেছিল। মামলার জন্য তাদের এজাহার দিতে বলেছি। মামলার প্রেক্ষিতে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট)…
This website uses cookies.