নিজস্ব প্রতিবেদক
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের বিষয়ে অন্তর্বর্তী সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন।
আজ তিনি বলেন, আগে বুঝতে হবে যে জাতিসংঘের মানবাধিকার সংস্থার কার্যালয় খোলার বিষয়ে আমরা সম্মত হয়েছি কি না, আমরা এখনো বিষয়টি নিয়ে আলোচনা করছি। আমরা প্রস্তাবটি পরীক্ষা করছি।
বুধবার (৩০ অক্টোবর) ঢাকায় সফররত জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্কের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
প্রস্তাবটি পরীক্ষা করা হচ্ছে জানিয়ে তৌহিদ হোসেন বলেন, আমরা এখনো বিষয়টি নিয়ে আলোচনা করছি। আগে বুঝতে হবে, জাতিসংঘের মানবাধিকার কার্যালয় খোলার বিষয়ে আমরা সম্মত হয়েছি কি না।
ফলকার তুর্কের সঙ্গে মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টার বৈঠকের পর সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ সাংবাদিকদের বলেছিলেন, একটা খুব বড় সিদ্ধান্ত হয়েছে। এখানে জাতিসংঘের মানবাধিকার পরিষদের একটা কার্যালয় শিগগির চালু হবে।
তবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ফলকার তুর্কের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আনুষ্ঠানিকভাবে ফলকার তুর্ক সরকারকে কোনো লিখিত চিঠি দেননি।
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে দুদিনের সফরে মঙ্গলবার ঢাকায় আসেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক।
আরও পড়ুন
শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
চীনের সাথে সামরিক যোগাযোগ বাড়াতে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
রমজান উপলক্ষে যেসব পণ্য আমদানির অনুমোদন
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি গভীরভাবেই পর্যবেক্ষণ করছি। বর্তমান পরিস্থিতিতে জাতিসংঘের মানবাধিকার কমিশনের পূর্ণ সমর্থন আছে। বিষয়গুলো নিয়ে সরকারের বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনাও চলছে।’
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের ওয়েবসাইটের দেওয়া তথ্য অনুযায়ী, তারা সপ্তদশ দেশ হিসেবে ঢাকায় এমন কার্যালয় করতে যাচ্ছে। বর্তমানে বুরকিনা ফাসো, কম্বোডিয়া, চাদ, কলম্বিয়া, গুয়াতেমালা, গিনি, হন্ডুরাস, লাইবেরিয়া, মৌরিতানিয়া, মেক্সিকো, নাইজার, ফিলিস্তিন ও সিরিয়ায় তাদের এ ধরনের কার্যালয় রয়েছে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (৩০ অক্টোবর) সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছিলেন, শিগগির ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনারের একটি কার্যালয় স্থাপন করা হবে। এটা খুব বড় সিদ্ধান্ত। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের কার্যালয় করার জন্য অন্তর্বর্তী সরকার সম্মতি দিয়েছে। এখানে কার্যালয় থাকা মানে মানবাধিকারের জায়গা থেকে আমাদের শক্তি বাড়ল।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা…
গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
This website uses cookies.