Categories: সারাদেশ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পুলিশ পরিচয়ে ডাকাতি, গ্রেপ্তার ৬

মুন্সীগঞ্জ সংবাদদাতা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরের সার্ভিস লেনে একটি তেলের গাড়িতে ডাকাতির ঘটনায় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দক্ষিণ কেরাণীগঞ্জের মেসার্স সামছু ফিলিং স্টেশনের সামনে থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে আরও ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তখন তাদের কাছ থেকে ডাকাতি করা তেলবাহী ট্রাক ও ১৪ ব্যারেল পাম তেল উদ্ধার করে পুলিশ। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত একটি হায়েস গাড়ি, একটি ওয়াকি-টকি ও ১টি কাঠের লাঠি জব্দ করা হয়।

বুধবার (৩০ অক্টোবর) ভোরের দিকে দক্ষিণ কেরানীগঞ্জের মেসার্স সামছু ফিলিং স্টেশনের সামনে থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে আরও ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন, নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার পেচিয়া গ্রামের জহুরুল হকের ছেলে মো. কামরুজ্জামান (৪১), বরগুনা জেলার তালতলী উপজেলার নিজড়ার চর এলাকার হযরত আলীর পুত্র চান মিয়া (৫৪), নরসিংদী জেলার পাড়াতলী এলাকার শহিদুল ইসলামের ছেলে ওমর ফারুক (৩৪), কুমিল্লা জেলার মেঘনা উপজেলার শেখেরগাও এলাকার হাবিবুর রহমানের ছেলে আজিজুল ইসলাম (৩২), কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার আহুতিয়া এলাকার আব্দুর রহমানের ছেলে মোস্তফা কামাল (৪৯), কুমিল্লা জেলার হোমনা উপজেলার কামাল মিয়ার ছেলে রাজু মিয়া (৪১)। তারা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।

আরও পড়ুন

কিশোরগঞ্জে নারীকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা

শার্শার থানার সাবেক ওসিসহ ৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

ফুলবাড়ীতে ছাত্রলীগ নেতা তুষার গ্রেফতার

শ্রীনগর থানা পুলিশ জানায়, গত ২২ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাঁসাড়া যাত্রী ছাউনির পাশে ১৯ লাখ টাকা মূল্যের ৬০ ব্যারেল পাম তেলসহ দক্ষিবঙ্গগামী একটি ট্রাককে হায়েস গাড়ি দিয়ে ব্যারিকেট দিয়ে ওয়াকিটকি প্রদর্শন করে থামতে বলে। গাড়ির চালক খোরশেদ আলম (৩৮) ট্রাকটি থামালে ডাকাত দলের সদস্যরা নিজেদেরকে পুলিশ পরিচয় দেয়। পরে চালক শ্রীনগর থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে অভিযানে নামে পুলিশ। ২ দফায় ৬ জনকে গ্রেপ্তার করে এবং লুণ্ঠিত ট্রাক ও ১৪ ব্যারেল তেল উদ্ধার করে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াসিন মুন্সী জানান, গ্রেপ্তারকৃতদেরকে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করে হয়েছে।

প্রলয় ডেস্ক

Recent Posts

টঙ্গীতে ১৫ রাউন্ড গুলিসহ বিদেশী রিভলবার উদ্ধার

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…

2 hours ago

ত্রিশালে অসহায় পরিবারের কাকরুল গাছের বাগান কেটে দেওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…

8 hours ago

আইসিইউতে শেরপুর জেলা সদর হাসপাতাল, দেখার কেউ নেই

এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…

8 hours ago

চিলমারীর অসহায় রফিকুল পরিবারের পাশে চার সাংবাদিক

নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…

8 hours ago

ময়মনসিংহে স্টেশন রোডে অবৈধ হকার উচ্ছেদ

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…

9 hours ago

রাজবাড়ীতে অচল খাল সচল ও জলাবদ্ধতা নিরসনে কৃষক সমিতির বিক্ষোভ

রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…

11 hours ago

This website uses cookies.