মসজিদের মাইকে মৃত্যুর সংবাদ প্রচারে বাধা দেওয়ায় গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক

সিলেটের বিশ্বনাথে বাবার মৃত্যুর সংবাদ মসজিদের মাইকে প্রচার করতে না দেওয়ায় মামলা করেছেন ভুক্তভোগী এক পরিবার। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের তেঘরি গ্রামের মৃত চান মিয়ার ছেলে সাজ্জাদুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

এদিকে মামলা দায়েরের পর পুলিশ বুধবার (৩০ অক্টোবর) উপজেলার রামপাশা বাজার থেকে ১১নং আসামি মঞ্জুল হককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত মঞ্জুল উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের তেঘরি গ্রামের মৃত জাবিদ আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল মিয়া।

জানা যায়, গত ১২ অক্টোবর সকাল সোয়া ৭টায় মারা যান খাজাঞ্চি ইউনিয়নের তেঘরি গ্রামের মো.চাঁন মিয়া। মারা যাওয়ার পর সকাল ৮টায় মসজিদের মাইকে প্রচার করা হয়। কেন মসজিদের মাইকে প্রচার করা হলো জানতে চেয়ে জোরে অপমানমূলকভাবে গ্রামের নুরুল হকসহ কয়েকজন তেঘরি গ্রামের নতুন ও পুরাতন মসজিদের মাইক বন্ধ করে দেন। এছাড়া ভূবন শাহর মাজার থেকে তেঘরি গ্রামের রাস্তায় বিবাদীরা হাতে দা ও বাঁশের লাঠি নিয়ে মৃত চাঁন মিয়ার আত্মীয় স্বজনকে তার বাড়িতে আসতে বাধা দেয়। তাছাড়া রাস্তায় গাছ ফেলে ডেকোরেটারসের মালামাল ও কুড়াল আনতে গেলে বিবাদীরা বাধা দেয়।

এ বিষয়ে মামলার বাদী সাজ্জাদুর রহমান জানান, মাইকিং করতে দেয়নি ও ইমামকে জানাজায় আসতে দেয়নি অভিযুক্তরা।

আরও পড়ুন

জামালপুরে শ্বাসরোধে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

জাল সনদপত্রে চাকরির অভিযোগে ৮ শিক্ষকের বিরুদ্ধে মামলা

দেশে ফিরেছেন সাফজয়ী নারী ফুটবলাররা

তবে তেঘরি পুরাতন জামে মসজিদের ইমাম ফারহান আহমদ বলেন, ঘটনার দিন সকালে আমাকে একটা শিশু এসে মৃত্যুর খবর দেয়। সকাল ৮টায় মসজিদের মাইকে প্রচার করেছি। কেউ কোনো বাধা দেননি। এছাড়া আমি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে জানাজার নামাজে যেতে পারিনি।

মামলায় অভিযুক্ত শফিকুল হক ঘটনাটি মিথ্যা দাবি করে বলেন, মসজিদের জায়গা নিয়ে এই পরিবারের সাথে মসজিদ পঞ্চায়েতের বিরোধ রয়েছে। তাই আমাদের হয়রারি করতে মিথ্যা মামলা করছে বাদীরা।

মামলার বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার ওসি রুবেল মিয়া বলেন, মামলা নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রলয় ডেস্ক

Recent Posts

টঙ্গীতে ১৫ রাউন্ড গুলিসহ বিদেশী রিভলবার উদ্ধার

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…

23 minutes ago

ত্রিশালে অসহায় পরিবারের কাকরুল গাছের বাগান কেটে দেওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…

7 hours ago

আইসিইউতে শেরপুর জেলা সদর হাসপাতাল, দেখার কেউ নেই

এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…

7 hours ago

চিলমারীর অসহায় রফিকুল পরিবারের পাশে চার সাংবাদিক

নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…

7 hours ago

ময়মনসিংহে স্টেশন রোডে অবৈধ হকার উচ্ছেদ

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…

7 hours ago

রাজবাড়ীতে অচল খাল সচল ও জলাবদ্ধতা নিরসনে কৃষক সমিতির বিক্ষোভ

রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…

9 hours ago

This website uses cookies.