নিজস্ব প্রতিবেদক
ঢাকার সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকান্ডের ঘটনায় বিরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম মন্ডলকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন-৪।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ১টার দিকে সাভার থানার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, বুধবার (৩০ অক্টোবর) রাতে রাজধানীর মিরপুর এলাকায় র্যাবের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার সেলিম মণ্ডল সাভারের বিরুলিয়া ইউনিয়নের আক্রাইন এলাকার মৃত ইব্রাহিম মণ্ডলের ছেলে। তিনি সাবেক সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর মিরপুর থেকে র্যাবের একটি টিম সেলিম মণ্ডলকে গ্রেপ্তার করে। পরে সাভার মডেল থানায় তাকে হস্তান্তর করা হয়।
সাভার থানার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল ) শাহীনুর কবির বলেন, র্যাবের একটি টিম মিরপুরে অভিযান চালিয়ে সেলিমকে গ্রেপ্তার করেছে।
পরে সাভার মডেল থানায় তাকে হস্তান্তর করা হয়। সেলিমের বিরুদ্ধে সাভার মডেল থানায় ছাত্র-জনতা হত্যার ঘটনায় আটটি মামলা আছে। তবে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হৃদয় হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।
আরও পড়ুন
“সুপ্রভাত বাংলাদেশ” শিরোনামে মসজিদ সমাজ বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যালয়ে গ্রাফিতি উন্মোচন
মসজিদের মাইকে মৃত্যুর সংবাদ প্রচারে বাধা দেওয়ায় গ্রেপ্তার ১
দেশে ফিরেছেন সাফজয়ী নারী ফুটবলাররা
এছাড়াও সেলিমের বিরুদ্ধে নিজের স্ত্রীকে হত্যার মামলাও আছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাভারে প্রায় অর্ধশতাধিক ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের পরিবার পরবর্তীতে সাভার মডেল থানা ও আদালতে হত্যা মামলা দায়ের করেন। এর ধারাবাহিকতায় এমন মামলার এজাহারভুক্ত আসামি সেলিম মন্ডলকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে র্যাব।
গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…
This website uses cookies.