পাবনা প্রতিনিধি
ঈশ্বরদী-পাবনা মহাসড়কে পাবনার সিঙ্গাবাইবাস এলাকায় ট্রাক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক৷ আহতদের পাবনা কমিউনিটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ২টায় কমিউনিটি হাসপাতাল গেইটের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক দোকানে ঢুকে গেলে এই দুর্ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।
নিহত ব্যক্তি হলো, সদর উপজেলার টেবুনিয়া বয়রা কাশিনাথপুর এলাকার নসিমুদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম (৪০)। আহতরা হলেন, দোকানদার টিটু ও উপজেলার মালঞ্চি ইউনিয়নের মাহমুদপুরের মোস্তাকিন।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, গাছপাড়া এলাকা থেকে একটি খালি ট্রাক পাবনা বাস টার্মিনালের দিকে যাচ্ছিলো। এসময় বাস টার্মিনাল এলাকা থেকে আসা আরেকটি ট্রাকের সাথে সংঘর্ষ বাধতে গেলে গাছপাড়া থেকে ছেড়ে আসা ট্রাকটি পাবনা শিঙ্গাবাইপাস এলাকার কমিউনিটি হাসপাতালের বিপরীতে সড়কের পাশে আমিরুলের চায়ের দোকানে ঢুকে যায়। এসময় দোকানে বসে থাকা একজনকে চাপা দেয় ট্রাকটি।
আরও পড়ুন
পঞ্চগড়-তেঁতুলিয়ায় মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু
ছাত্র হত্যা হত্যার ৮ মামলায় ইউপি চেয়ারম্যান সেলিম গ্রেপ্তার
জামালপুরে শ্বাসরোধে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
দোকানের সামনে থাকা একটি মোটরসাইকেল (এ্যাপাচি আরটিআর) দুমড়ে মুচড়ে যায়। এছাড়া দোকানে বসে থাকা আরও অন্তত দুইজন আহত হয়। আহতদের কমিউনিটি হাসপাতালে নেয়া হলে চাপা দেয়া ব্যক্তিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতদের মধ্য একজনের অবস্থা আশঙ্কাজনক।
এবিষয়ে পাবনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাকির হোসেন বলেন, স্থানীয়রা জানানোর সঙ্গে সঙ্গেই টিম নিয়ে ঘটনাস্থলে হাজির হই। এর আগে আহতদের উদ্ধার করে কমিউনিটি হাসপাতালে নেয়। তিনি জানান, এঘটনায় একজন নিহত হয়েছেন। ঘটনার পর পরই ঘাতক ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছেন বলে জানান তিনি।
গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…
This website uses cookies.