অনলাইন ডেস্ক
পশ্চিমবঙ্গের হাওড়ায় আতশবাজির আগুনে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) হাওড়ার উলুবেড়িয়ার বাজারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উলুবেড়িয়া পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে কালিপূজা উপলক্ষে শুক্রবার রাতে আতশবাজি পুড়িয়ে আনন্দ করছিল শিশু-কিশোররা। হঠাৎ আতশবাজির আগুন পাশের একটি বাড়িতে গিয়ে পড়ে। আগুন দ্রুত পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় ঘর থেকে সবাই বের হতে পারলেও তিন শিশু বের হতে পারে না। আগুনে ঝলসে যায় তিনজন।
এ সময় স্থানীয়রা ফায়ার সার্ভিস ও থানায় খবর দেন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে উলুবেড়িয়া থানার পুলিশ ও দমকল কর্মীরা। মৃতেরা হলেন, তানিয়া মিস্ত্রী (১১), ইশান ধারা (৩) ও মমতাজ খাতুন (৫)।
আরও পড়ুন
পণ্য ও সেবার দাম নিয়ন্ত্রণে সঠিক পথেই আছে বাংলাদেশ: আইএমএফ
লেবাননজুড়ে ইসরায়েলের প্রাণঘাতী বিমান হামলা চলছেই, নিহত আরও ১০৫
রোহিঙ্গাদের জন্য আরও ১৯৯ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র
আতশবাজির আগুন কীভাবে বাড়িতে ছড়িয়ে পড়লো এবং এ ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
উলুবেড়িয়ার ঘটনায় রাজ্যের মন্ত্রী পুলক রায় বলেন, ‘খুব মর্মান্তিক ঘটনা। আমরা সবাই পরিবারের পাশে আছি। একজন অগ্নিদগ্ধের ভালো চিকিৎসার জন্য কলকাতায় পাঠানো হয়েছে।’ হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার স্বাতী ভাঙালিয়া জানান, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বাজি পোড়ানোর সময় অগ্নিদগ্ধ হয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত হবে।ফরেন্সিককে খবর দেওয়া হয়েছে।
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট)…
This website uses cookies.