সাইফুল ইসলাম, নান্দাইল
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় শিক্ষা-প্রতিষ্ঠানের জায়গা দখলের মাধ্যমে দোকানপাট নির্মাণ করে প্রতিমাসে লাখ টাকা ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। স্কুল কর্তৃপক্ষকে নামমাত্র কিছু টাকা দিয়ে বাকি টাকা নিজেরাই ‘হরিলুট’ করছেন বলে দাবি করেছেন স্থানীয় এলাকাবাসী ও স্কুলের একাধিক সূত্র। এই অবস্থায় অবৈধ জেনেও প্রভাবশালীদের তোপের মুখে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। তবে বিষয়টি নিয়ে তদন্ত সাপেক্ষে দ্রুতই আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন।
এলাকাবাসী ও স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, নান্দাইল উপজেলার বাকচান্দা এলাকার আব্দুস সামাদ একাডেমি নামক একটি প্রতিষ্ঠানের নিজস্ব জমিতে অন্তত ২৬টি দোকান নির্মাণ করে দীর্ঘদিন যাবৎ ব্যবসা পরিচালনার পাশাপাশি ভাড়া উঠাচ্ছে পার্শ্ববর্তী জেলা কিশোরগঞ্জের হোসেনপুর এলাকার কিছু ব্যক্তি ও পরিবার। আওয়ামী লীগের দলীয় প্রভাব-প্রতিপত্তির মুখে স্কুল কর্তৃপক্ষসহ স্থানীয়রা মুখ খুলতে না পারায় বছরে অন্তত ১০ থেকে ১২ লাখ টাকার তহবিল থেকে বঞ্চিত হচ্ছে স্কুলটি।
ভয়ে নাম প্রকাশ করতে অনিচ্ছুক একাধিক শিক্ষক এনিয়ে অভিযোগ জানালেও প্রভাবশালী মহলের মামলা-হামলার ভয়ে কেউই মুখফুটে কিছু বলতে পারে না। এর আগে কয়েকজন কথা বলতে চাইলেও স্থানীয় ও উপজেলা আওয়ামী লীগ নেতাদের মাধ্যমে এলাকা ছাড়ার হুমকি থেকে শুরু করে দুনিয়া ছাড়া করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ তাদের।
সরেজমিনে স্থানীয় এলাকাবাসী ও স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, নান্দাইল সীমান্তবর্তী এলাকায় সিংরইল ইউনিয়নের নারায়ণপুর মৌজায় ৮ একর জায়গায় ১৯৬৯ সালে স্থাপিত হয় বাকচান্দা আব্দুস সামাদ একাডেমি। পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলার একটি প্রভাবশালী মহল স্কুলের নিজস্ব সম্পত্তিতে (রাস্তার উত্তর ও দক্ষিণ পাশে) ১৯৮৫ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ছোট-বড় ২৬টি দোকান নির্মাণ করে। এমনকি স্কুলের তহবিলে প্রতিটা দোকান থেকে নামমাত্র ৫০-১০০ টাকা ভাড়া দিয়ে প্রভাবশালী মহলটি প্রতি দোকান থেকে ৩ হাজার টাকা থেকে ৪ হাজার টাকা পর্যন্ত ভাড়া আদায় করছে। আর এতে বছরে লাখ লাখ টাকা স্কুল তহবিলে না এসে চলে যাচ্ছে প্রভাবশালীদের পকেটে।
স্কুলটির একাধিক শিক্ষার্থীর অভিযোগ, শুধু স্কুলের আশেপাশেই নয়, হোসেনপুর উপজেলার এক প্রভাবশালী দীর্ঘদিন ধরে স্কুল মাঠে অবৈধভাবে দোকান নির্মাণ করে সেখানে শিক্ষার্থীদের সাথে অনৈতিক নানা ধরনের কর্মকাণ্ডও পরিচালিত হচ্ছে, যার তথ্য প্রমাণ অসংখ্য শিক্ষার্থীর হাতে রয়েছে। এসব নিয়ে শিক্ষার্থীরা বারবার স্কুল কর্তৃপক্ষ এবং প্রশাসনকে অভিযোগ জানালেও কোন আইনগত ব্যবস্থা না পেয়ে অবশেষে গত ২৭ অক্টোবর একদল শিক্ষার্থী সেই অবৈধ দোকানটি ভেঙে দেয়। এ ঘটনায় বিভিন্ন সময়ে বহিরাগত লোকজন এসে স্কুলের শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ করছে বলেও অভিযোগ তাদের।
আরও পড়ুন
রাজিবপুরে সেচ্ছাসেবক লীগের আহবায়ক গ্রেফতার
পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩
দ্রুতই হবে বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত: স্বরাষ্ট্র উপদেষ্টা
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, আমরা তিন হাজার টাকা ভাড়া দিই। শুনেছি স্কুল তহবিলে ৫০ টাকা পায়, বাকি টাকা দোকান নির্মাণ করা মালিক নিয়ে যায়। এই টাকা স্কুলে ফান্ডে গেলে তো আমাদের ছেলে-মেয়েদের শিক্ষার পরিবেশ আরও উন্নত হতো।
স্থানীয় সহিদ মিয়া নামক একজন জানান, প্রতিষ্ঠানটি বাকচান্দা বাজার সংলগ্ন হওয়া এখানে দোকান ভাড়া অনেক বেশি। তিন চার লক্ষ টাকা অ্যাডভান্স দিয়েও দোকান পাওয়া যায় না। স্কুলের জায়গায় দোকানগুলো পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলার একটি মহল সিন্ডিকেট করে দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের ভাড়া দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। এদের ভয়ে কেউ মুখ খোলে না।
এবিষয়ে বাকচান্দা আব্দুস সামাদ অ্যাকাডেমির প্রধান শিক্ষক সুলতান আহমদ বলেন, আমি ২০১২ সাল থেকে এখানে আছি। অনেক বার চেষ্টা করছি নতুন করে স্কুলের পক্ষ থেকে স্থাপনা নির্মাণ করে বা সময় অনুযায়ী দোকান ভাড়া নির্ধারিত করার, কিন্তু অজ্ঞাত কিছু কারণে করতে পারিনি। স্কুলমাঠে দোকান নির্মাণ বিষয়ে আমি এসিল্যান্ড স্যার কে জানিয়ে ছিলাম। কিন্তু উনি কোনো ব্যবস্থা না নেওয়া ছাত্ররা উদ্যোগে ভেঙ্গে ফেলা হয়েছে। আমি ইউএনও স্যারকে সবকিছু জানিয়েছি।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল জানান, বাকচান্দা আব্দুস সামাদ অ্যাকাডেমির স্কুল কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে, দ্রুত তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক প্রলয়/এমএআর
কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ কমিটি গঠিত হয়েছে। ৬১ সদস্য বিশিষ্ট কমিটিতে অধ্যাপক শফিকুল…
অভ্যুত্থানের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় এজাহারভুক্ত পুলিশ অফিসারদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করতে লিগ্যাল নোটিশ…
পাবনা সংবাদদাতা উজান থেকে নেমে আসা ঢলে পাবনায় পদ্মা নদীর পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে তিন…
জাকির হোসেন (বাবলু), দুর্গাপুর রাজশাহীর দুর্গাপুরে বন্যার পানিতে ডুবে গেছে কৃষকের স্বাবলম্বী হওয়ার স্বপ্নে রোপণ…
শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে এক মিয়ানমার নাগরিক (আরাকান আর্মির…
উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর…
This website uses cookies.