ফরিদপুরে সরকারি জায়গায় শৌচাগার নির্মাণে আ’লীগ নেতার বাঁধা

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে সরকারি জায়গায় শৌচাগার নির্মাণে বাঁধা দেওয়ার ঘটনা ঘটেছে, এতে ভোগান্তিতে শিকার হচ্ছেন কয়েক হাজার মানুষ! সদরপুরে একটি বাজারের খোলা খাস জায়গায় সরকারি শৌচাগার (টয়লেট) নির্মাণে বাঁধা প্রদানের অভিযোগ উঠেছে সামসুল বেপারি নামের এক আ’লীগ নেতার বিরুদ্ধে।

স্থানীয়রা বলছেন, ফ্যাসিস সরকারের প্রধান শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। সারা দেশে হাজার হাজার নেতাকর্মী আত্নগোপনে রয়েছেন। কিন্তু সদরপুরে এখনও চলছে আওয়ামীলীগের দাপট। জানাযায়, উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের জয়বাংলা বাজারে নির্মাণিধীন ওই শৌচাগার নির্মাণে বাধা প্রদান করায় ফুঁসে উঠছে হাজার হাজার গ্রামবাসী।

বাজারের শতাধিক ব্যবসায়ীর অভিযোগ করে বলেন, আ’লীগ নেতা সামচুল বেপারি সাবেক আ’লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহর ঘনিষ্ঠ এবং সে জয়বাংলা বাজার কমিটির সহ-সভাপতিও। এদিকে, বাজারের খোলা খাস জায়গায় সরকারি টয়লেট নির্মাণে বাঁধা প্রদান করায় প্রতিকার চেয়ে ফরিদপুর জেলা প্রশাসক (ডিসি) বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই বাজারের অর্ধশতাধিক ব্যবসায়ী।

জেলা প্রশাসক বরাবর দেওয়া অভিযোগে জানাযায়, বাজারে সরকারি অনুদানে টয়লেট নির্মাণে ৪২ লক্ষ টাকা বরাদ্দ হয় এবং টেন্ডার অনুযায়ী যথাসময়ে খাস জায়গায় ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ শুরু করে, কিন্তু খাস জায়গার পাশে সামচুল বেপারি সহ তার অনুসারীরা কাজ করতে বাঁধার সৃষ্টি করলে তারা উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন করেন। অতঃপর ইউএনও এসে তড়িঘড়ি করে খাস জমি ৭ ফিট কমিয়ে ফেললে টয়লেটের নির্মাণের স্থান পরিবর্তন এবং টয়লেটের ডিজাইন পরিবর্তন করে কাজ করার নির্দেশ দেন।

আরো পড়ুন

তবে, ঠিকাদার উপজেলা প্রকৌশলী অফিসে যোগাযোগ করে জানান ওই ডিজাইনে কাজ করা সম্ভব নয়। সেটা ইউএনওকে জানিয়েছেন তিনি। অভিযোগে আরও উল্লেখ করা হয়, নির্মাণাধীন টয়লেটের খাস জায়গার কিছু অংশে দুটি ঘরের বারান্দা নির্মাণ করা হয়েছে। বাজার কমিটির সহ-সভাপতি ও স্থানীয় আ’লীগ নেতা সামসুল বেপারি রাজনৈতিক প্রভাব বিস্তার করে নির্মাণ করেছেন বলে ব্যবসায়ীরা। তবে অভিযোগ অস্বীকার করেছেন জয়বাংলা বাজার কমিটির সহ-সভাপতি সামসুল বেপারি বলেন,আমি আ’লীগ করিনা। এখন আমি বিএনপির রাজনীতি করি। তিনি আরও বলেন, আমি আমার ব্যক্তিগত জায়গায় দোকান নির্মাণ করেছি। আমি কোনো সরকারি খাস জমি দখল করিনি। এছাড়া টয়লেট নির্মাণেও কোনো বাঁধা দেইনি। এসব আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ।

এব্যাপারে শৌচাগার নির্মাণকারী ঠিকাদার সুজন দত্ত জানান, ওই বাজারের কয়েকজন ব্যবসায়ী ও দোকানদার জানিয়েছেন সামসুল বেপারি সরকারি খাস জমি দখল করে দোকানের কিছু অংশ ও সরকারি টয়লেটেরও কিছু অংশ দখল করে নিয়েছেন। তাই জায়গা সংকুলানে স্ট্রাকচারের ডিজাইন জটিলতায় পরায় কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছি। আমার ৬ লক্ষ টাকার মালামাল নষ্ট হয়ে যাচ্ছে।

এই বিষয় বাজার এলাকার বীরমুক্তিযোদ্বা এবং ঐ বাজার প্রতিষ্ঠাতা মোঃ খলিলুর রহমান বলেন, টিএনও, সার্ভেয়ার এবং সামসুল বেপারীদের নয় ছয়ের কারনে আজ হাজার হাজার মানুষের ভোগান্তি।

এব্যাপারে, সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন বলেন, একটি অভিযোগের প্রেক্ষিতে সার্ভেয়ার নিয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। সেখানে জমি মাপার পর টয়লেট নির্মাণের জায়গা কিছুটা কমে আসে। তবে সামসুল বেপারি সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করার বিষয়টি পুরোপুরি ঠিক নয়। কারণ, টয়লেট নির্মাণের জায়গা সার্ভেয়ার দিয়ে মাপা হয়েছে। অতঃপর খাস জায়গা কম থাকায় ঠিকাদারকে এল (খ) শেপে টয়লেট নির্মাণ করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু, ঠিকাদার এভাবে কাজ করা সম্ভব নয় বলে প্রতিবেদককে জানিয়েছেন। ইউএনও বলেন, অতঃপর আমি উপজেলা প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি। একইসঙ্গে বিকল্প স্থানে টয়লেট নির্মাণ করা যায় কি-না সেটা বলা হয়েছে। অতিশ্রীঘ্রই এব্যাপারে সমাধানের পথ খুঁজা হবে।

 

দৈনিক প্রলয়/এম এ আর

প্রলয় ডেস্ক/আ

Recent Posts

বাংলাদেশ খেলাফত মজলিস’র ত্রিশালে মনোনীত প্রার্থী আব্দুল কুদ্দুস সিকদার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে চুড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছেন…

1 hour ago

শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর: মাহফুজ আলম

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা…

3 hours ago

টঙ্গীতে ১৫ রাউন্ড গুলিসহ বিদেশী রিভলবার উদ্ধার

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…

11 hours ago

ত্রিশালে অসহায় পরিবারের কাকরুল গাছের বাগান কেটে দেওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…

18 hours ago

আইসিইউতে শেরপুর জেলা সদর হাসপাতাল, দেখার কেউ নেই

এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…

18 hours ago

চিলমারীর অসহায় রফিকুল পরিবারের পাশে চার সাংবাদিক

নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…

18 hours ago

This website uses cookies.