অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের দুই ভাই। বুধবার (৬ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সঙ্গে সাক্ষাৎ করেন তারা।
অধ্যাপক ইউনূসকে তারা তাদের পিতামাতার পক্ষ থেকে সালাম ও শুভকামনা জানান। তারা বলেন, সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ড. মুহাম্মদ ইউনূস যখন তার ভাষণে আবু সাঈদ ও অন্যান্য শহীদদের আত্মত্যাগের কথা বলছিলেন, তখন কান্নায় ভেঙে পড়েছিল আবু সাঈদের পরিবার। আবু সাঈদের বড় ভাই রমজান আলী ড. ইউনুসকে উদ্দেশ করে বলেন, গণঅভ্যুত্থানে আবু সাঈদের বীরত্বপূর্ণ ভূমিকা তুলে ধরায় তারা সম্মানিত বোধ করেছেন।
এছাড়া, প্রধান উপদেষ্টা হওয়ার একদিন পর রংপুরে আবু সাঈদের বাড়িতে ড. ইউনুসের যাওয়া প্রসঙ্গে ভূয়সী প্রশংসা করেন তারা। আবু সাঈদের আরেক ভাই আবু হোসেন বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে যখন আমরা মঞ্চে দাঁড়িয়েছিলাম এবং সৈন্যরা আমাদের সম্মান দেখাচ্ছিল, তখন আমাদের কেমন লেগেছিল, তা ভাষায় প্রকাশ করতে পারব না। বৈঠকে তারা আবু সাঈদ হত্যা মামলার বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন এবং আবু সাঈদ হত্যায় দায়ী ব্যক্তিদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি চান।
আরো পড়ুন-
প্রধান উপদেষ্টা আবু সাঈদের পরিবারের জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, শহীদ আবু সাঈদ জাতির জন্য যা করেছেন, বাংলাদেশ কখনও তা ভুলবে না। সরকার আবু সাঈদ হত্যার তদন্ত দ্রুত শেষ করতে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দিয়েছে বলেও জানান ড. ইউনুস।
দৈনিক প্রলয়/এমএআর
গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…
This website uses cookies.