কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার জেলা বিএনপির দুটি পক্ষ পৃথক পৃথক র্যালি ও সমাবেশের আয়োজন করে।
বক্তারা বলেন, ৭ নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থানের মাধ্যমে জিয়াউর রহমানকে কারামুক্ত করে আলোয় বের করে নিয়ে আসে। বন্দিদশা থেকে মুক্ত হয়ে ক্রমান্বয়ে হয়ে ওঠেন দেশের মহান নেতা। অসীম সাহস ও প্রগাঢ় দেশপ্রেমের কারণে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয় তাকে। দেশের আজকের পট পরিবর্তনে জিয়ার আদর্শ মেনে তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক জিয়াকে দেশে ফিরে এনে তার নেতৃত্বে দেশ গঠনে সকলকে একযোগে কাজ করার আহবান জানান তারা।
সকালে জেলা বিএনপির দাদামোড়স্থ কার্যালয়ে সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো: আব্দুল আজিজের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে র্যালি নিয়ে শহর প্রদক্ষিণ শেষে কলেজ মোড়স্থ বটতলায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে দপ্তর সম্পাদক আশরাফুল হক রুবেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবার রহমান, যুবদল সভাপতি রায়হান কবির ও সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, ছাত্রদল সভাপতি আমিমুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল প্রমুখ।
অন্যদিকে সকাল সাড়ে ১১টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে জেলা বিএনপির সহসভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ শেষে কলেজ মোড়স্থ আমতলায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা আজিজুল হক, জেলা বিএনপির সহসভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, বিএনপি নেতা অ্যাডভোকেট বজলুর রশীদ, সদর উপজেলা যুবদলের য্গ্মু আহবায়ক মোস্তাফিজার রহমান মিশু, ওয়াজেদ আলী ঝিনুক, ফারুক হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা আবু হানিফ বিপ্লব, জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক ইকবাল রাব্বি প্রমুখ।