শনিবার শুরু হচ্ছে শাহরাস্তি প্রিমিয়ার লিগ সিজন-২

স্পোর্টস ডেস্ক

জমকালো আয়োজনে মাঠে গড়াতে চলেছে চাঁদপুর জেলার অন্যতম বৃহত্তম টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট শাহরাস্তি প্রিমিয়ার লিগ (এসপিএল)। ৩২ দলের অংশগ্রহণে আগামী শনিবার (১৬ নভেম্বর) শুরু হবে টুর্নামেন্টের দ্বিতীয় আসর। উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল।

শাহরাস্তি ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা সাদ্দাম হোসেনের হাত ধরে ২০২৩ সালে টুর্নামেন্টটি শুরু হয়। প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে উপলতা স্পোর্টিং ক্লাব। এবারের আসরের উদ্বোধনী ম্যাচে চ্যাম্পিয়ন দলটি জাফর নগর লাল সবুজ স্পোটিং ক্লাবের মুখোমুখি হবে।

আরো পড়ুন-

উদ্বোধনী দিন সূচীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১১টায় আরম্ভ হবে উদ্বোধনী আয়োজন, যেখানে স্থানীয় সংস্কৃতিকে তুলে ধরা হবে। অনুষ্ঠান শেষে গড়াবে মাঠের লড়াই। ম্যাচ শেষে সন্ধ্যার পর দর্শকদের জন্য রাখা হয়েছে আতশবাজির ডিসপ্লে।

দেশের বিভিন্ন জেলা থেকে অংশ নেয়া ৩২ দলের টুর্নামেন্টটি প্রথম রাউন্ড থেকেই নকআউট পদ্ধতিতে গড়াবে। প্রথম রাউন্ডে হবে মোট ১৬টি ম্যাচ। জয়ী দলগুলো খেলবে দ্বিতীয় রাউন্ডে। সেখান থেকে আট দল খেলবে কোয়ার্টার ফাইনাল। শেষ আটের লড়াইয়ে টিকে থাকা চারটি দল যাবে সেমিফাইনাল। শেষ চারে জেতা দুটি দল নিয়ে গড়াবে শিরোপা মহারণ।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে শিরোপা ট্রফির পাশাপাশি দেওয়া হবে ১ লাখ ৫০ হাজার টাকা প্রাইজমানি। রানার্সআপ দল ট্রফির পাশাপাশি প্রাইজমানি পাবে ১ লাখ টাকা।

আধুনিক প্রযুক্তির মাধ্যমে সবগুলো ম্যাচ সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রচারিত হবে। ‘শাহরাস্তি ক্রিকেট একাডেমি’র ফেসবুক পেজ ও ‘ই স্পোর্টস’ পেজ থেকে খেলাগুলো দেখা যাবে।

প্রলয় ডেস্ক/আ

Recent Posts

শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর: মাহফুজ আলম

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা…

50 minutes ago

টঙ্গীতে ১৫ রাউন্ড গুলিসহ বিদেশী রিভলবার উদ্ধার

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…

9 hours ago

ত্রিশালে অসহায় পরিবারের কাকরুল গাছের বাগান কেটে দেওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…

16 hours ago

আইসিইউতে শেরপুর জেলা সদর হাসপাতাল, দেখার কেউ নেই

এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…

16 hours ago

চিলমারীর অসহায় রফিকুল পরিবারের পাশে চার সাংবাদিক

নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…

16 hours ago

ময়মনসিংহে স্টেশন রোডে অবৈধ হকার উচ্ছেদ

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…

16 hours ago

This website uses cookies.