স্টাফ রিপোর্টার
কক্সবাজারে টেকনাফের কুখ্যাত অপহরণ চক্রের নেতা বদরুদ্দোজা ওরফে বদরুজকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৭ নভেম্বর) ভোরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার এবং বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়।
এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।
পুলিশ জানিয়েছে, বদরুদ্দোজা ওরফে বদরুজের কাছ থেকে একটি বন্দুক, দুটি ওয়ান শুটার গান, তিনটি তাজা কার্তুজ, দুটি কিরিচ, একটি রামদা এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে বাহারছড়া ও হোয়াইক্যং এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাতি ও অপহরণচক্র পরিচালনা করে আসছিল। সম্প্রতি তার নেতৃত্বে হোয়াইক্যং থেকে ১১ জন কৃষক এবং বাহারছড়া থেকে ডা. জহির অপহরণের শিকার হন। মুক্তিপণ আদায়ের পর তাদের ছেড়ে দেওয়া হলেও এ ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অভিযানের নেতৃত্ব দেওয়া ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘বদরুজ খুবই ধূর্ত প্রকৃতির। ঘন ঘন স্থান পরিবর্তন করায় তাকে ধরতে সময় লেগেছে। জিজ্ঞাসাবাদে বদরুজ স্বীকার করে, অপহরণ কাজে ব্যবহারের জন্য অস্ত্র মজুত রাখা হতো ডাকাত জলিলের বাড়ির লাকড়ির স্তূপের নিচে। সেখান থেকে অস্ত্র বের করে দলের সদস্যদের দিয়ে অপহরণ কার্যক্রম পরিচালনা করতো তারা। গ্রেফতারের পর পুলিশ বাহারছড়ার ওই লাকড়ির স্তূপ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করে।’
গ্রেফতার বদরুজের বিরুদ্ধে সাতটি ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। নতুন করে তার বিরুদ্ধে অস্ত্র মামলাও দায়ের করা হয়েছে।
ওসি আরও বলেন, ‘অপরাধ দমনে পুলিশের এ তৎপরতা অব্যাহত থাকবে। জনগণের সহযোগিতায় আমরা এলাকায় শান্তি ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।’
কক্সবাজার জেলা পুলিশের তথ্য বলছে, গত এক বছরে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১৪৫ জনের অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৮৮ জন স্থানীয় বাসিন্দা, ৫৬ জন রোহিঙ্গা নাগরিক। অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে কমপক্ষে ৭৮ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বলে ভুক্তভোগীদের পরিবার ও জনপ্রতিনিধিদের দাবি।
রেজাউল মোস্তফা, চট্টগ্রাম চট্টগ্রামে পিকআপ ও কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন নিহত হয়েছেন…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে জাতীয়…
কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করার নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে। এই রায় আপিল বিভাগের ১৭…
রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল…
আন্দোলনের অন্যতম সৈনিক, কবি ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিক গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি…
মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদসহ ১৮ পুলিশ কর্মকর্তাকে বিনা…
This website uses cookies.