বিএনপির কেউ জবরদখল, চাঁদাবাজি ও অপরাধে যুক্ত হওয়া যাবে না : নজরুল ইসলাম খান

মীর সবুর আহমেদ, মুক্তাগাছা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা একসাথে আন্দোলন করব, একসাথে সংগ্রাম ও নির্বাচন করব এবং একসাথে নির্বাচনের আনন্দ উপভোগ করব। তবে খালেদা ও দেশ নায়ক তারেক রহমান বলেছেন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কোন জবরদখল, কোন চাঁদাবাজি ও কোন ধরনের অপরাধে যুক্ত হওয়া যাবে না। হলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সে যেই হোক, দলের যতবড় নেতাই হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। আল্লাহর কসম বলছি আমার কেউ তাদের হয়ে কিছুই করতে পারব না। আর কেউ যেন কোনোভাবে দেশে নতুন করে রাজনৈতিক সংকট সৃষ্টি করতে না পারে,সে ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবে সকল সংকট মোকাবিলা করতে হবে।

মুক্তাগাছা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে রবিবার সন্ধ্যায় উপজেলা নন্দিবাড়ী মিনি স্টেডিয়াম মাঠে নবগঠিত ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সংবর্ধনা পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য নজরুল ইসলাম খান এসব কথা বলেন। নজরুল ইসলাম খান আরও বলেন, বিএনপি আগেই বলেছে ক্ষমতায় আসলে পতিত স্বৈরাচার দোসর আ.লীগের ন্যায় মানুষ উপর অত্যাচার, গুম, খুন, নির্যাতন করবে না।

এবং কোন ধরনের মত প্রকাশে বাঁধা দিবে না। আ.লীগ বাকশাল করে যেভাবে জোর করে একমত চাপিয়ে দিয়েছেন তা বিএনপি কখনোই করবে না। দেশের বিভিন্ন দল বিভিন্ন মত প্রকাশের স্বাধীনতা পাবে। এছাড়া আমরা জনগণের কাছে যাব এবং বলব আমরা ক্ষমতাই গেলে দেশের কল্যাণে এইসব কাজ করব। তাতে জনগণ সমর্থন দিলে বিএনপি ক্ষমতাই যাবে আর না দিলে ক্ষমতাই যাবে না। তিনি আরও বলেন, এই সরকারকে ছাত্র-জনতা ও আমরা সব জনগণ মিলে ক্ষমতাই বসতে অনুরোধ করছিলাম তাই তারা ক্ষমতাই বসেছে। আমরা সকলেই তাদের সমর্থন দিতে চাই। তবে দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনগণ যে কষ্ট পাচ্ছে, সেটা লাঘবে সরকারকে আরও তৎপর ও কার্যকর ভূমিকা রাখতে পারতেন। দ্রব্যমূল্েযর দিকে এই সরকারের আরও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া উচিত। দ্রব্যমূল্য হাতের নাগালে থাকলে,এ সরকারের প্রতি মানুষ আরও খুশি হত,আমরাও স্বস্তি পেতাম।

 

আমরা এটাও আলোচনা করেছি,পতিত স্বৈরাচারের দোসররা যদি কোনো সংকট সৃষ্টির চেষ্টা করে তাহলে আমরা গণতন্ত্রকামী আন্দোলনরত রাজনৈতিক দল ও সংগঠন মিলে ঐক্যবদ্ধভাবে সেটা মোকাবিলা করব, যোগ করেন তিনি। মুক্তাগাছা উপজেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন বাবলুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক একেএম জাহাঙ্গীর হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম মহাসচিব ইমরান সালেহ পিন্স, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক মো.জাকির হোসেন বাবলু, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম রাজু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুর্শিদুজ্জামান খান সাইফুল, জেলা যুবদলের সহ-সভাপতি কাজী রিপন, উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব সাঈদউজ্জামান সাঈদ, জাতীয়তাবাদী সমবায়দলের জেলার সভাপতি শেখ ফরিদ,সাধারণ সম্পাদক শহীদুর রহমান সোহেল প্রমুখ।

এর আগে বিএনপির হাজারও নেতাকর্মীর অংশগ্রহণে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিশাল বিশাল মিছিল নিয়ে জেলা দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির সংবর্ধনা পরবর্তী আলোচনা সভায় যোগদান করেন।

প্রলয় ডেস্ক/আ

Recent Posts

শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর: মাহফুজ আলম

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা…

18 minutes ago

টঙ্গীতে ১৫ রাউন্ড গুলিসহ বিদেশী রিভলবার উদ্ধার

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…

9 hours ago

ত্রিশালে অসহায় পরিবারের কাকরুল গাছের বাগান কেটে দেওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…

15 hours ago

আইসিইউতে শেরপুর জেলা সদর হাসপাতাল, দেখার কেউ নেই

এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…

15 hours ago

চিলমারীর অসহায় রফিকুল পরিবারের পাশে চার সাংবাদিক

নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…

15 hours ago

ময়মনসিংহে স্টেশন রোডে অবৈধ হকার উচ্ছেদ

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…

15 hours ago

This website uses cookies.