কুড়িগ্রাম প্রতিনিধি
সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে বেড়েছে ঘন কুয়াশা ও ঠান্ডার তীব্রতা। মধ্যরাত থেকে পরদিন সকাল ৯টা পর্যন্ত কুয়াশায় ঢেঁকে থাকছে বিস্তীর্ণ জনপদ। এসময় সড়কে হেড লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে বাস ট্রাক ও মোটরসাইকেল পরিবহন। বিশেষ করে অটোরিকশা চালক ও খেটে খাওয়া মানুষগুলো পড়ছে চরম ভোগান্তিতে।
সোমবার (১৮ নভেম্বর) সকাল ৭ টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। দেখা গেছে, ঘন কুয়াশা থাকায় যানবাহনগুলো দিনের বেলাতেও হেড লাইট জ্বালিয়ে সড়কে চলাচল করছে। কুয়াশার সাথে ঠান্ডার তীব্রতা বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষজন। ঘন কুয়াশা ও শীতের তীব্রতা বৃদ্ধিতে সময় মতো কাজে যেতে পারছেন না অনেকে।ফলে বয়স্ক ও শিশুদের মাঝে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন কুড়িগ্রাম সদর হাসপাতাল কর্তৃপক্ষ।
কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়নের উত্তর নওয়াবশ এলাকার দ্বীলিপ বলেন, কয়েকদিন থেকে প্রচুর কুয়াশা পড়ছে। সাথে ঠান্ডাও অনেক অনুভূত হচ্ছে।বর্মানে যে কুয়াশা দেখছি,পৌষ মাঘ মাসে বুঝি ঘর হতে বের হওয়া যাবে না। ওই এলাকার রিক্সা চালক সাইদুল বলেন,দিন যতই যাচ্ছে কুয়াশা ও ঠান্ডার প্রকোপ বেড়েই চলছে।গাড়ি নিয়ে বের হলে ঘন কুয়াশা পড়ে শরীরের গরম কাপড় ভিজে যায়।
এছাড়া সকালে কুয়াশার কারণে রাস্তা দেখা যায় না।মানুষের চলাচল কম থাকলে আয় করি কেমনে।আমাদের খুব সমস্যা হয়েছে। কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, গত এক সপ্তাহ থেকে এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১৭ -২১ ডিগ্রী সেলসিয়াস উঠা-নামা করছে। তবে নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে ঠান্ডার তীব্রতা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে চুড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছেন…
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা…
গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
This website uses cookies.