দুর্নীতি বন্ধ হলে দেশ এগিয়ে যাবে : কৃষি উপদেষ্টা

দৈনিক প্রলয় ডেস্ক

কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দুর্নীতি বন্ধ হলে দেশ এগিয়ে যাবে।

‘দেশের উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায় দুর্নীতি’ এ কথা উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতির কারণে সবচেয়ে বড় ভুক্তভোগী গরীব কৃষকেরা। তাই দুর্নীতি বন্ধ করতে হবে। দুর্নীতিকে ঘৃণা করতে হবে।

জাহাঙ্গীর আলম চৌধুরী আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদস্থ খামার বাড়িতে আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থার চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা বলেন, কৃষি মন্ত্রণালয়ে সবচেয়ে বেশি শিক্ষিত ও ডক্টরেট ডিগ্রিধারী কর্মকর্তা রয়েছে। তাদের অবদান কৃষি তথা দেশের সার্বিক উন্নয়নে সবচেয়ে বেশি।

তিনি বলেন,‘স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের জনসংখ্যা ছিলো সাড়ে ৭ কোটি। এখন তা বেড়ে ১৭ থেকে ১৮ কোটি হয়েছে। তা সত্ত্বেও কৃষি বিজ্ঞানী ও কৃষি কর্মকর্তাদের কার্যকর ভূমিকার কারণে কৃষি উৎপাদন বৃদ্ধির ফলে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পেরেছি। সেজন্য কৃষি কর্মকর্তারা ধন্যবাদ প্রাপ্তির যোগ্য। ’

লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, কৃষি মন্ত্রণালয় অনেক ভালো কাজ করছে। কৃষকের জন্য সত্যিকারের উপকারী প্রকল্প গ্রহণ করতে হবে।

উপদেষ্টা বলেন, ইউনিয়ন পর্যায়ে কৃষি মন্ত্রণালয়ের জনবল সবচেয়ে বেশি। তাদের অনেকেই মাঠ পর্যায়ে ভালো কাজ করছে। আবার কিছু আছে যারা সঠিক সময়ে কৃষকদের পরামর্শ প্রদান করে না। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনেক বেশি সজাগ ও সতর্ক থাকতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি এ মতবিনিময় সভায় কর্মকর্তাদের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হন এবং সব সমস্যার সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (গবেষণা) মো. আবু জুবাইর হোসেন বাবলু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোহা. নাছির উদ্দীন, জেলা প্রশাসক ফরিদা খানমসহ কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের চট্টগ্রাম অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

প্রলয় ডেস্ক/আ

Recent Posts

কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ কমিটি গঠিত

কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ কমিটি গঠিত হয়েছে। ৬১ সদস্য বিশিষ্ট কমিটিতে অধ্যাপক শফিকুল…

35 minutes ago

এজাহারভুক্ত সব পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার নোটিশ

অভ্যুত্থানের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় এজাহারভুক্ত পুলিশ অফিসারদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করতে লিগ্যাল নোটিশ…

3 hours ago

বন্যায় ডুবে গেছে সবজি ক্ষেত, বিপাকে কৃষক

পাবনা সংবাদদাতা উজান থেকে নেমে আসা ঢলে পাবনায় পদ্মা নদীর পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে তিন…

5 hours ago

দূর্গাপুরে বন্যার পানিতে ডুবলো কৃষকের স্বপ্নের পান বরজ

জাকির হোসেন (বাবলু), দুর্গাপুর রাজশাহীর দুর্গাপুরে বন্যার পানিতে ডুবে গেছে কৃষকের স্বাবলম্বী হওয়ার স্বপ্নে রোপণ…

5 hours ago

সীমান্তে বিজিবির অভিযানে মিয়ানমারের নাগরিকসহ আটক ২

শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে এক মিয়ানমার নাগরিক (আরাকান আর্মির…

5 hours ago

নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭৬৩৭ জন নিয়োগ: স্বরাষ্ট্র উপদেষ্টা

উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর…

5 hours ago

This website uses cookies.