স্টাফ রিপোর্টার
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন ও বিচার বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ কর্তৃক কুড়িগ্রাম জেলার জন্য পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং গভর্মেন্ট প্লিডার (জিপি) নিয়োগ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এসময় উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতির ভবনের সম্মেলন কক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুড়িগ্রামের সভাপতি, সিনিয়র আইনজীবী ও সাবেক পিপি অ্যাডভোকেট ফখরুল ইসলাম সংবাদ সম্মেলনে নিয়োগ বাতিলের বিভিন্ন বিষয় তুলে ধরেন।
তিনি বলেন, যারা পিপি-জিপি হিসেবে নিয়োগ পেয়েছেন তারা জাতীয়তাবাদী আইনজীবী দলের কোন পদ-পদবিতে ছিলেন না। ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে কোন আন্দোলন-সংগ্রামেও ছিলেন না। তারা বিশেষ উপায়ে পারিবারিকিকরণের মাধ্যমে এসব পদ-পদবি বাগিয়ে নিয়েছেন। আমরা এই পিপি-জিপি নিয়োগ বাতিল চাই। অন্যথায় তাদেরকে যেকোন মূল্যে প্রতিহত করা হবে।
তিনি আরও বলেন, মঙ্গলবার সকালে আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি) শাখা থেকে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের আওতাধীন এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের উপ-সলিসিটর সানা মোঃ মাহ্রুফ হোসাইন স্বাক্ষরিত পত্রে মোঃ বজলুর রশিদকে পাবলিক প্রসিকিউটর, মিজানুর রহমান সরকারকে পাবলিক প্রসিকিউটর (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল), মোঃ তারিকুর রহমানসহ ৯জনকে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (জেলা ও দায়রা জজ আদালত) এবং মোঃ আসাদুল হককে সহকারী পাবলিক প্রসিকিউটর (জেলা ও দায়রা জজ আদালত), জিপি হিসেবে আবুল কাশেমকে ও মোঃ আলতাফ হোসাইনকে অতিরিক্ত জিপি হিসেবে নিয়োগ প্রদানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে আইনজীবী ভবন। নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কুড়িগ্রাম জাতীয়তাবাদী আইনজীবী সমিতিসহ সাধারণ আইনজীবীগণ।
আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রহসন ও সাজানে নিয়োগ বাতিল করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন অ্যাড. আব্দুল বাসেত মন্ডল, আশরাফ আলী, সফিকুল ইসলাম, ফারুক হোসেন সেতু, শাহিন সরকার, আলী আহমেদ শাহ্ প্রমুখ।
গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…
This website uses cookies.