রুম্মান হাওলাদার, মঠবাড়িয়া
চরমোনাই পীরের নেতৃত্বাধীন ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’ দল থেকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা শাখার সাবেক সভাপতি মো. মহিউদ্দিন আহম্মেদ লাবু মৃধা অব্যাহতি নিয়েছেন। সংগঠনের সব ধরনের দায়িত্ব থেকে তিনি স্বেচ্ছায় এ অব্যাহতি নেন। অব্যাহতি নেওয়াার আগ পর্যন্ত তিনি দলটির একজন মুজাহিদ কমিটির কার্যকরী নির্বাহী সদস্যের দায়িত্ব পালন করেন। দলে থেকে দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ায় তিনি একবার উপজেলার টিকিকাটা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে স্থানীয় মোগল চাইনিজ রেস্টুরেন্টে বসে তার স্বা¶রিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন তার ভাই জাকির হোসেন ফারুক মৃধা, মোস্তাফা কামাল পঞ্চায়েত, নুরুনবী হাওলাদার, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আমি দীর্ঘ প্রায় দেড় যুগ ইসলামী আন্দোলন বাংলাদেশ মঠবাড়িয়া উপজেলা শাখার সাথে সম্পৃক্ত ছিলাম। এ সময় যথাক্রমে সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করি। দীর্ঘ এ সময় যারা আমার রাজনৈতিক সহযোগী ছিলেন বা আমাকে সার্বিক সাহায্য করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বা তার কোন সহযোগী অঙ্গ সংগঠনের সাথে আমি আর জড়িত নেই। আমি স্বেচ্ছায় ব্যক্তিগত কারণে এ সংগঠন থেকে অব্যাহতি নিলাম।
বিবৃতির পরে তিনি স্বেচ্ছায় অব্যাহতি নেওয়ার বিষয়টি ইসলামী আন্দোলনের পিরোজপুর জেলার নেত্রীবৃন্দের অভিহিত করবেন বলে জানান।
ভবিষ্যতে অন্য কোন রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত হবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন- আমি যেহেতু মুসলিম, কোরআন ও হাদিসের বাইরে পরিচালিত অন্য কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হওয়ার ইচ্ছা নেই। হলে ইসলামিক দলের সাথেই সম্পৃক্ত হবো।
রেজাউল মোস্তফা, চট্টগ্রাম চট্টগ্রামে পিকআপ ও কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন নিহত হয়েছেন…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে জাতীয়…
কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করার নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে। এই রায় আপিল বিভাগের ১৭…
রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল…
আন্দোলনের অন্যতম সৈনিক, কবি ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিক গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি…
মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদসহ ১৮ পুলিশ কর্মকর্তাকে বিনা…
This website uses cookies.