Categories: সারাদেশ

মিথ্যা ও ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন ও আইনি প্রতিকারের দাবিতে স্মারকলিপি

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় ভূয়া মুক্তিযোদ্ধা সাজিয়ে মিথ্যা ষড়যন্ত্রমূলক মানববন্ধন ও অসত্য তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে মানহানির আইনি প্রতিকার ও ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচনের দাবি জানিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে সাবেক জেলা প্রশাসক বীরমুক্তিযোদ্ধা আবদুর রহিম মোল্লাসহ দুইজন মুক্তিযুদ্ধ কালীন কোম্পানি কমান্ডারসহ কয়েকজন মুক্তিযোদ্ধাদের স্বাক্ষরিত স্মারকলিপিটি তুলে দেওয়া হয় জেলা প্রশাসক ফৌজিয়া খানের হাতে। স্মারকলিপিতে গত ৫ নভেম্বর জেলার ইটনা উপজেলায় কতিপয় বাকশালি আওয়ামী ষড়যন্ত্রকারীরা গুটিকয়েক আওয়ামী পদবীধারী মুক্তিযোদ্ধাদের মামলার আসামি না করার শর্তে এবং লোভ ও ভূলবুঝিয়ে ইটনার কৃতিসন্তান সাবেক জেলা প্রশাসক বীরমুক্তিযোদ্ধা আবদুর রহিম মোল্লাকে ভূয়া মুক্তিযোদ্ধা সাজিয়ে মিথ্যা মানহানিকর মানববন্ধন ও সংবাদ প্রকাশ করায়। যাহা চরম মিথ্যাচার ও অসত্য ।

তাই যারা এই ষড়যন্ত্রের জন্য দায়ী তাদের মুখোশ উন্মোচন ও আইনি প্রতিকারের দাবি জানিয়েছেন আব্দুর রহিম মোল্লাসহ সংক্ষুদ্ধরা। স্মারকলিপিতে বলা হয়েছে, গত ১৩ নভেম্বর কিশোরগঞ্জ প্রেসক্লাবে উক্ত মিথ্যা ও পরিকল্পিত ষড়যন্ত্রমূলক মানববন্ধন ও সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানানো হয়েছে। যাহার কপি স্মারকলিপিতে সংযুক্ত করা হয়েছে। স্মারকলিপিতে সাবেক জেলা প্রশাসক বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম মোল্লা নিজেকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবীত হয়েই দীর্ঘদিন যাবৎ বিএনপির রাজনীতি করেন বলেও জানান।

দেশনেত্রী খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ নির্মানে কিশোরগঞ্জ-৪ (ইটনা-অষ্টগ্রাম-মিঠামইন) সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী। তাই হয়তো বাকশালি পেতাত্বারা বিএনপিরও ইটনা উপজেলার কতিপয় কিছু কথিত কয়েকজন নেতা মিলে আতঙ্কিত হয়ে এসব ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই অদূর ভবিষ্যতে যেন এমন মানহানিকর মিথ্যাচার আর ষড়যন্ত্র করতে না পারে সেই সাথে ঘটনার সাথে সংশ্লিষ্টদের চিহ্নিত করে আইনি প্রতিকারের দাবি জানানো হয়েছে স্মারকলিপিতে। এ সময় আরও উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধকালীন কোম্পানি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা এ কে এম মাহবুবুল আলম, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা প্রিন্সিপাল হাবিবুর রহমান ভূইয়া, কিশোরগঞ্জস্থ ইটনা সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন খান আরজু মিল্কী, দূর্দষ গেরিলা বীরমুক্তিযোদ্ধা জহুর উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা আবুবকর ছিদ্দিক প্রমূখ।

প্রলয় ডেস্ক/আ

Recent Posts

বাংলাদেশ খেলাফত মজলিস’র ত্রিশালে মনোনীত প্রার্থী আব্দুল কুদ্দুস সিকদার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে চুড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছেন…

59 minutes ago

শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর: মাহফুজ আলম

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা…

3 hours ago

টঙ্গীতে ১৫ রাউন্ড গুলিসহ বিদেশী রিভলবার উদ্ধার

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…

11 hours ago

ত্রিশালে অসহায় পরিবারের কাকরুল গাছের বাগান কেটে দেওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…

17 hours ago

আইসিইউতে শেরপুর জেলা সদর হাসপাতাল, দেখার কেউ নেই

এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…

17 hours ago

চিলমারীর অসহায় রফিকুল পরিবারের পাশে চার সাংবাদিক

নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…

18 hours ago

This website uses cookies.