নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় রাস্তার উপর ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে আহত মা ও মেয়ের হাসপাতালে মৃত্যু হয়েছে। বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা পৌরসভার হাজরাহাটি মহল্লার চারা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান ভাঙ্গা হাইওয়ে থানার এসআই আব্দুল্লাহ হেল বাকী।
নিহতরা হলেন- ভাঙ্গা পৌরসভার কুঠিবাড়ি চরকান্দা মহল্লার আকরাম শেখের স্ত্রী সাজেদা আক্তার (৫০) এবং তার মেয়ে আছিয়া আক্তার (৫)। এসআই আব্দুল্লাহ জানান, বুধবার সন্ধ্যায় মহাসড়কের চারা বটতলা নামক স্থানে রাস্তা পারাপারের সময় সাজেদা আক্তার এবং তার মেয়েকে মুনসুরাবাদ থেকে ভাঙ্গাগামী দ্রুতগতিসম্পন্ন একটি মোটরসাইকেল ধাক্কা দেয়।
এতে মা ও শিশুটি রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ এবং এলাকাবাসী তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি ঘটলে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক মা সাজেদা আক্তারকে মৃত ঘোষণা করেন। পরে রাত ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেয়ে আছিয়া আক্তার মারা যায়।
এসআই আব্দুল্লাহ বলেন, অজ্ঞাত চালকের মোটরসাইকেলটি ধরার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে চুড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছেন…
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা…
গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
This website uses cookies.