মীর সবুর আহম্মেদ, মুক্তাগাছা
জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দুল্লা ইউনিয়নের নটাকরি ভদ্রের বাইদ গ্রামের মৃত ওয়াহেদ আলী ওরফে গদু’র ৪র্থ পুত্র বিল্লাল হোসেন (৫৫) কে শুক্রবার (২২ নভেম্বর) বাসায় একা পেয়ে তারই সহোদর বড় ভাই আঃ মান্নান (৬০) ও তার ছেলে রতন (৩৩) ও হিরা (২৫) গাছের সাথে বেধে বেধড়ক মারধর করে।
নিহত বিল্লাল হোসেনের পরিবারের সদস্যরা জানায়, দুইবছর যাবৎ বিল্লাল হোসেনের পৈত্রিক সম্পদ তার ভাইয়েরা জবরদখল করে রেখেছিলো। স্থানীয় নেতারা বিষয়টি জানতেন এবং তাদের দ্বারা ভুক্তভোগীও হয়েছেন তার পরিবার। তার বুকে শক্ত কাঠের শারক জাতীয় কিছু দিয়ে আঘাত করায় তিনি ব্যাথার কথা জানিয়েছিলেন এবং বিল্লাল হোসেন এর পরিবারের সদস্যরা ঢাকায় থাকায় চিকিৎসা নিতে বিলম্ব হয়।
এলাকাবাসী মমেকহাতে ভর্তি করালেও শেষ রক্ষা হয়নি তার। বিল্লাল হোসেন দুল্লা ইউনিয়নের ৮ নং ওর্য়াডের সাবেক যুবদলের সেক্রেটারি ছিলেন। শুক্রবার সকাল ১১টায় তিনি মারা যান। মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামাল হোসেন এর নেতৃত্বে এ ঘটনায় ঘন্টার মধ্যেই চার’জন মুল আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- মোঃ আঃ মান্নান (৬০), মোঃ হীরা হোসেন (২৪), মোছা. মোরশেদা আক্তার (৪৫), মোছাঃ মৌসুমী বেগম (২৫)।
এ ঘটনায় মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ঘটনাস্থল পরিদর্শণ করেন এবং নিহতের পরিবারের লোকজনকে আসামিদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনার আশ্বাস প্রদান করেন এবং নিহতের আত্মার মাগফিরাত কামনা করেন। গ্রেফতারকৃত আসামীদেরকে ইতিমধ্যে ময়মনসিংহ সিজেএম কোর্টে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…
This website uses cookies.