স্টাফ রিপোর্টার
গণ-আন্দোলনের মুখে হাসিনা সরকারের পতনের পর ভয়ে দেশের বেশির ভাগ এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীরা গা ঢাকা দিয়েছেন। সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধীতা, ছাত্র জনতার উপর হামলা ও হত্যার অভিযোগসহ আন্দোলনে অর্থ যোগানদাতাদের বিরুদ্ধে একাধিক মামলাও হয়েছে। মামলা হলেও দেশের বিভিন্ন জায়গায় প্রকাশ্যে আসতে শুরু করেছে আ.লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ফরিদপুরের ভাঙ্গায় একাধিক মামলার এজাহার ভুক্ত আসামী হয়েও প্রকাশ্যে ঘুরতে দেখা গেছে উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ইউসুফ আলী মৃধা ও গোকুল চন্দ্র কুন্ডুকে।
জানাগেছে, ইউসুফ আলী মৃধা উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হওয়ার পর থেকে ব্যাপক অনিয়ম দুর্নীতিসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। তিনি জাল সার্টিফিকেট তৈরি করে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পাশাপাশি অর্থ আত্মসাৎ, প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদের মালিক হন। নির্ভরযোগ্য সূত্রের তথ্যমতে, ইউসুফ আলী মৃধা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধীতা, ছাত্র জনতার উপর হামলার সাথে সম্পৃক্ত ছিলেন। আন্দোলন দমাতে অর্থ যোগানদাতা হিসেবে তাদের জড়িত থাকার অভিযোগ করেন স্থানীয়রা।
ভাঙ্গা থানায় বিস্ফোরক আইনে গত ১১ নভেম্বর দায়ের হওয়া মামলার এজাহার নামীয় আসামী ইউসুফ আলী মৃধা। যাহার মামলা নং ১৩/৪০০। ধারা ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/১১৪ পেনাল কোড, ৩/৪ বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮।
ভাঙ্গায় তার বিচার ও গ্রেফতার দাবিতে মানববন্ধনও করেন তার দ্বারা প্রতারণার শিকার হওয়া শিক্ষক শিক্ষিকাদের ব্যানারে। ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে একাধিক মামলা ও বিচার দাবীতে মানববন্ধন হলেও বীরদর্পে ঘুরে বেড়াচ্ছেন তিনি। একই অবস্থা গোকুল চন্দ্র মুন্ডুর।
স্থানীয়রা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গোকুল চন্দ্র মুন্ডু চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ও আন্দোলন দমাতে অর্থের যোগানদাতা। তার নামে মামলা থাকার পরেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন।
বাজারে বাজারে চায়ের দোকানে বসে অন্তর্র্বতীকালীন সরকারের বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানোর মাধ্যমে মানুষকে সরকারের বিরুদ্ধে উস্কে দিচ্ছেন। দুজনে অদৃশ্য শক্তি বলে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে জানান অনেকেই। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ইউসুফ আলী মৃধা ও গোকুল চন্দ্র মুন্ডুকে গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করার দাবী সচেতন সমাজের।
কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করার নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে। এই রায় আপিল বিভাগের ১৭…
রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল…
আন্দোলনের অন্যতম সৈনিক, কবি ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিক গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি…
মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদসহ ১৮ পুলিশ কর্মকর্তাকে বিনা…
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ইনক্লুসিভ তথা অন্তর্ভুক্তিমূলক প্যানেল ঘোষণা করেছে…
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি মাছ রপ্তানি বৃদ্ধির জন্য…
This website uses cookies.