আমন ধান কাটা মওসুমে কৃষকের নবান্নের উৎসব

নিজস্ব প্রতিবেদক

নড়াইল জেলার ৩টি উপজেলায় উৎসবমুখর পরিবেশ কৃষকরা আমন ধান কাটা মাড়াই শুরু করেছেন। শীতের শুরুতে ধান কাটা মওসুমে কৃষকের ঘরে চলছে নবান্নের উৎসব। রোববার পর্যন্ত জেলায় ৭৩ ভাগ ধান কাটা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারি কৃষি কর্মকর্তা নিপু মজুমদার আজ সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চলতি বছর আমন খরিপ মৌসুমে ৪২ হাজার ৯০০ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে ৪৩ হাজার ৪৩৫ হেক্টর জমিতে।লক্ষ্যমাত্রার চেয়ে ৫৩৫ হেক্টর বেশি জমিতে ধানের আবাদ হয়েছে।আবাদ হওয়া জমিতে ১ লাখ ৩৪ হাজার মেট্রিক টন চাল উৎপাদনের সম্ভাবনা রয়েছে। গত এক সপ্তাহ থেকে ৩টি উপজেলাতেই আমন ধান কাটাতে কৃষকেরা মহা উৎসবে শুরু করেছেন। কৃষকেরা ধান কেটে ওই জমিতে পুনরায় সরিষা,ডালসহ অন্যান্য রবিশস্য চাষ করবেন।

ধান কাটার পর ওই জমিতে সরিষা ও ডাল চাষের প্রস্তুতির কাজও শুরু হয়ে গেছে। স্থানীয় কৃষি বিভাগের মাঠ কর্মীদের সাথে পরামর্শ করে জেলার বিভিন্ন উপজেলাতে এসব রবি ফসল চাষ শুরু হয়ে গেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সদর উপজেলায় আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ছিল ২০ হাজার ১১০ হেক্টর জমিতে।লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে ২০হাজার ১২৫ হেক্টর জমিতে।লোহাগড়া উপজেলায় আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ছিল ১১ হাজার ২৩০ হেক্টর জমিতে।আবাদ হয়েছে ১১ হাজার ২৬০ হেক্টর জমিতে।কালিয়া উপজেলায় আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ছিল ১১ হাজার ৫৬০ হেক্টর জমিতে।আবাদ হয়েছে ১২ হাজার ৫০ হেক্টর জমিতে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলার ভারপ্রাপ্ত উপ-পরিচালক সৌমিত্র সরকার জানান, আমন ধান চাষ শুরু থেকে মাঠ পর্যায়ের উপ- সহকারি কৃষি কর্মকর্তারা কৃষকদের পাশে থেকে সার্বিক বিষয়ে পরামর্শ দিয়েছেন।এ জেলার মাটি আমন ধান চাষের জন্য উর্বর।ধান কেটে ঘরে তোলা পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে আমনের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।

প্রলয় ডেস্ক/আ

Recent Posts

টঙ্গীতে ১৫ রাউন্ড গুলিসহ বিদেশী রিভলবার উদ্ধার

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…

23 minutes ago

ত্রিশালে অসহায় পরিবারের কাকরুল গাছের বাগান কেটে দেওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…

7 hours ago

আইসিইউতে শেরপুর জেলা সদর হাসপাতাল, দেখার কেউ নেই

এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…

7 hours ago

চিলমারীর অসহায় রফিকুল পরিবারের পাশে চার সাংবাদিক

নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…

7 hours ago

ময়মনসিংহে স্টেশন রোডে অবৈধ হকার উচ্ছেদ

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…

7 hours ago

রাজবাড়ীতে অচল খাল সচল ও জলাবদ্ধতা নিরসনে কৃষক সমিতির বিক্ষোভ

রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…

9 hours ago

This website uses cookies.