স্পোর্টস ডেস্ক
আবু ধাবি টি-টেন লিগে এমন দুইটি ঘটনা ঘটেছে, যা সকলকেই বিস্মিত করেছে। গত ২২ নভেম্বর একটি ম্যাচে মোহাম্মদ বিলাল নামের একজন পেসার অস্বাভাবিক নো বল করেন। যা দেখে সকলেই প্রশ্ন তুলেছিল। এবার এমন এক ঘটনা ঘটিয়েছেন লঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা, যা দেখে ফিক্সিংয়ের গন্ধ পাওয়া যাচ্ছে।
আবু ধাবি টি-টেন লিগে সোমবার (২৫ নভেম্বর) মুখোমুখি হয়েছিল দিল্লি বুলস ও বাংলা টাইগার্স। সেই ম্যাচে শানাকা এক ওভারে ৩৩ রান দেন, যেখানে ৩ বলেই তিনি দেন ৩০ রান।
দিল্লি বুলসের বিপক্ষে নবম ওভারে বোলিং করতে আসেন শানাকা। প্রথম বলে ভারতীয় ব্যাটসম্যান নিখিল চৌধুরী চার মারেন। এরপরের দুইটি নো বল করেন শাকানা। সেই দুই বলেই চার খান তিনি। পরের দুইটি বল বৈধ করার পর আবারও পরের দুই বল অর্থাৎ ষষ্ঠ ও সপ্তম বলটি নো করেন লঙ্কান এই ক্রিকেটার।
সব মিলিয়ে ঐ ওভারে ৩৩ রান দেন শানাকা। আর এই ওভারের জন্যই সামাজিক যোগাযোগমাধ্যমে উঠেছে নানা প্রশ্ন। এমনকি, অনেকে এটিকে ফিক্সিং হিসেবেও দেখছেন। যদিও তা নিয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে গতকালের ম্যাচে সাকিব আল হাসান এক ওভারে ২৫ রান দিয়েছেন। আর চলতি আসরে প্রথম জয়ও পেয়েছে সাকিবের দল বাংলা টাইগার্স।
প্রথমে ব্যাট করে ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৩ রান করে দিল্লি বুলস। যা দুই বল হাতে রেখেই জয় তুলে নেয় বাংলা টাইগার্স। বল হাতে সাকিব কোনো উইকেট পাননি। আর ব্যাট করার সুযোগ পাননি বাংলাদেশের এই অলরাউন্ডার।
গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…
This website uses cookies.