Categories: সারাদেশ

অবৈধ দখলে থাকা বন বিভাগের ২০ কোটি টাকার ভূমি উদ্ধার

স্টাফ রিপোর্টার

গাজীপুরের শ্রীপুরে বনের জায়গায় অৈবধভাবে গড়ে উঠা বিভিন্ন স্থাপনা, ঘরবাড়ী ও দোকানপাট ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে যৌথ বাহিনী। ইজ্জতপুর বাজারে অভিযান পরিচালনার সময় স্থানীয় সিরাজুল ইসলামের নেতৃত্বে বন বিভাগের লোকদের ওপর ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ করে বিট কমকর্তা কে বি এম ফেরদৌস।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজেন্দ্রপুর বন বিটের কাফিলাতলী ও ইজ্জতপুর গ্রামে উচ্ছেদ কার্যক্রম চালায় যৌথ বাহিনী। অভিযানে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্য, পুলিশ ও আনসার বাহিনীর ২৩০ জন সদস্য অংশ নেয়। রাজেন্দ্রপুর বিট কর্মকর্তা কে বি এম ফেরদৌস জানান, উচ্ছেদ কার্যক্রমে অবৈধভাবে গড়ে উঠা আধা পাকা ও টিনশেড বসতবাড়ি ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদের আগে দখলকারীদের নোটিশ দেওয়া হয়েছিল।

যারা নোটিশ পেয়েও স্থাপনা ও ঘরের আসবাবপত্র সরিয়ে নেইনি তাদের বসতবাড়ির আসবাবপত্র স্থাপনার নিচে পড়ে গুড়িয়ে দেওয়া হয়। এ সময় অনেক স্থাপনার মালিক ও গৃহবধূকে মাটিতে গড়িয়ে কান্নাকাটি করতে দেখা যায়। অনেক স্থাপনার মালিক ও গৃহবধূরা বন বিভাগের কর্মীদের পায়ে ধরে কান্নাকাটি করেও তাদের সর্বশেষ মাথা গোঁজার ঠাঁই রক্ষা করতে পারেনি। দিনব্যাপী উচ্ছেদ কার্যক্রমে অবৈধ দখলে থাকা প্রায় ২০ কোটি টাকা মূল্যের বনভূমি উদ্ধার করা হয়। গত ৫ আগস্টের পর অবৈধ দখল কারীরা বনের জায়গায় ঘরবাড়ী নির্মাণ করেছিল।

দুপুরের পর শ্রীপুর উপজেলার ইজ্জতপুর বাজারে বনের জায়গায় গড়ে উঠা দোকান পাট উচ্ছেদ করা হয়। তিনি আরো জানান, বিকেল সাড়ে ৩ টার দিকে ইজ্জতপুর বাজারের পশ্চিম পাশে উচ্ছদ করতে গেলে অবৈধ দখলদার সিরাজুল ইসলাম, তার স্ত্রী মর্জিনা আক্তার, ছেলে মাসুদ এবং বাজারের কয়েক ব্যবসায়ীর নেতৃত্বে উচ্ছেদ কার্যক্রমে ভাংচুরের কাজে নিয়োজিত ভ্যাকুর চালক ও হেলপারকে ইটপাটকেল নিক্ষেপ করে উচ্ছেদে বাধা সৃষ্টি করে। ঢাকা বিভাগীয় সহকারী বনসংরক্ষক এসিএফ শামসুল আরিফীন বলেন, য়ৌথ অভিযানে সেনাবাহিনীর ক্যাপ্টেন অর্নব দে আকাশের নেতৃতে ৪০ জন সেনা সদস্য, র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের উপ-সহকারী পরিচালক (ডিএডি) নূরুল ইসলাম এবং মাহবুবের নেতৃত্বে ১৮ জন, শ্রীপুর থানার ইন্সপেক্টর (অপারশেন) নয়ন করের নেতৃত্বে ২৬ জন, আনসারসহ ও বন বিভাগের ১৩০ জন কর্মী উচ্ছেদ অভিযানে অংশ নেয়। এসময় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল, সহকারী বন সংরক্ষক (এসিএফ) শামসুল আরেফীন ও নাসিমা আক্তার বিট কর্মকর্তা কে বি এম ফেরদৌস সহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রলয় ডেস্ক/আ

Recent Posts

বাংলাদেশ খেলাফত মজলিস’র ত্রিশালে মনোনীত প্রার্থী আব্দুল কুদ্দুস সিকদার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে চুড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছেন…

51 minutes ago

শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর: মাহফুজ আলম

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা…

3 hours ago

টঙ্গীতে ১৫ রাউন্ড গুলিসহ বিদেশী রিভলবার উদ্ধার

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…

11 hours ago

ত্রিশালে অসহায় পরিবারের কাকরুল গাছের বাগান কেটে দেওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…

17 hours ago

আইসিইউতে শেরপুর জেলা সদর হাসপাতাল, দেখার কেউ নেই

এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…

17 hours ago

চিলমারীর অসহায় রফিকুল পরিবারের পাশে চার সাংবাদিক

নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…

17 hours ago

This website uses cookies.