রুম্মান হাওলাদার, মঠবাড়িয়া
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় চাঁদা না দেয়ায় কামাল হোসেন চৌকিদার (৪৬) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও যুবদলের কর্মি ও সমর্থকদের বিরুদ্ধে। নিহত ওই যুবক আ.লীগের একজন সমর্থক ছিল।
বুধবার (২৭ নভেম্বর) মঠবাড়িয়া থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠান। এর আগে গত ২৩ শে নভেম্বর উপজেলার সাপলেজা ইউনিয়নের চড়কগাছিয়া গ্রামের নিজ বাড়ি থেকে কামাল হেসেনকে তুলে নিয়ে প্রকাশ্য দিবালোকে নির্মমভাবে পিটিয়ে যখম করে। গুরুতর আহত কামাল হোসেন গত ২৬ নভেম্বর রাত সাড়ে ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত কামাল ওই গ্রামের মৃত. মো. রুস্তুম হাওলাদারের ছেলে।
নিহতের বোন ফরিদা বেগম জানান, আওয়ামী লীগ করার অপবাদ দিয়ে ২ লাখ টাকা চাঁদার দাবিতে গত ২৩ শে নভেম্বর আমার ভাইকে বাড়ি থেকে তুলে নিয়ে প্রকাশ্য দিবালোকে সাপলেজা মাছ বাজারে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করে ও কাগজে জোর-জবরদস্তি করে স্বা¶র নেয়। এ ঘটনায় আমার ভাই নিজেই বাদি হয়ে ২৫ শে নভেম্বর শাহিন শরীফ, আলামিন, কামরুল, মনির হোসেন, মোঃ রুবেলের বিরুদ্ধে সেনাক্যাম্পে লিখিত অভিযোগ দেন। হামলার সময় ৯৯৯ ফোন দিয়েও কোন প্রকার সাড়া পায়নি। পরে ভাইকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
সাপলেজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নাসির খান সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের হয়রানী করার জন্য হাইব্রিড বিএনপি উঠে-পরে লেগেছে। মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…
This website uses cookies.