নিজস্ব সংবাদদাতা
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় ৮ দিন ধরে বাবাকে কক্ষে তালাবদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে মেয়েদের বিরুদ্ধে। বিষয়টি নলছিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম জানতে পেরে তাকে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে। বুধবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।
ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন তালুকদার ওই এলাকার বাসিন্দা। জানা গেছে, কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেনকে তার মেয়েরা গত ৮দিন ধরে জমি ও মুক্তিযোদ্ধা ভাতা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে অবরুদ্ধ করে রাখেন। পরে মোশারফ হোসেনের দ্বিতীয় স্ত্রী বিষয়টি জানতে পেরে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলামকে অবহিত করলে তিনি গিয়ে মুক্তিযোদ্ধাকে উদ্ধার করেন। এ বিষয়ে মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন তালুকদার বলেন, আমার প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে মেয়েদের অনুমতি নিয়েই দ্বিতীয় বিবাহ করি।
আমি এখন বর্তমানে নলছিটি পৌর শহরে একটি ভাড়া বাসায় আমার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বসবাস করছি। কয়েকদিন আগে আমার মেয়েরা একটি বিয়ের অনুষ্ঠানের কথা বলে আমাকে তাদের বাড়িতে এনে একটি কক্ষে আটকে রাখে। মেয়ে রেবা আক্তার ও লাকি আক্তার বলেন, আমাদের পিতা দ্বিতীয় বিয়ে করার পর নলছিটি শহরে একটি ভাড়া বাসায় থাকেন। আমাদের সাথে যোগাযোগ রাখেন না। আমরা তার প্রথম স্ত্রীর সন্তান। তার উপর আমাদের অধিকার আছে। তার বিভিন্ন সম্পত্তির উপর আমাদের ন্যায্য অধিকার রয়েছে কিন্তু তিনি আমাদের সবকিছু থেকে বঞ্চিত করেছেন। তাই আমরা তাকে বাসায় এনে এসব বোঝানোর চেষ্টা করেছি। নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. নজরুল ইসলাম জানান, মুক্তিযোদ্ধার স্ত্রী আমাদের কাছে অভিযোগ দেয়ার পর সেখানে গিয়ে তাকে উদ্ধার করি। এ সময় মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন আমাদের জানিয়েছেন যে তাকে এখানে জোর করে আটকে রাখা হয়েছে।
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট)…
This website uses cookies.