রবিউল ইসলাম, লালমনিরহাট
সীমান্তবর্তী উত্তরের জেলা লালমনিরহাট জেলায় নিজ যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন ৩৬ জন। অপেক্ষমাণ ০৩ জন।
“চাকরি নয়, সেবা” এই মূলমন্ত্রকে প্রতিষ্ঠিত করতে গত ০১ নভেম্বর ২০২৪ তারিখ লালমনিরহাট জেলা পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা, সেপ্টেম্বর ২০২৪ এর নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়। লালমনিরহাট জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয় শুরু থেকে শেষ পর্যন্ত সভাপতি হিসেবে উক্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার সমগ্র কার্যক্রমের প্রতিটি পর্যায়ে সর্বোচ্চ স্বচ্ছ্বতা নিশ্চিত করেন।
মৌখিক পরীক্ষা গ্রহণ শেষে পুলিশ লাইন্স-এর ড্রিল শেডে এ নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মৌখিক পরীক্ষা শেষে ৩৬ জনকে প্রাথমিকভাবে মনোনীত করা হয় এবং ০৩ জনকে অপেক্ষমাণ রাখা হয়।উক্ত অনুষ্ঠানে সম্মানিত পুলিশ সুপার মহোদয় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের সভাপতিত্বে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা, সেপ্টেম্বর-২০২৪ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠানে লালমনিরহাট জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সম্মানিত অবিভাবক’গণ উপস্থিত ছিলেন। মেধা ও যোগ্যতার ভিত্তিতে অত্যন্ত স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ পাওয়ায় তাদের মধ্যে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন। ফ্যাসিস আওয়ামী লীগের আমলে লালমনিরহাট জেলায় তেমন পুলিশে এর আগে এ’রখম নিয়োগ ছিল না ঘুষ দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীকে দর দরকষাকষির পরে টাকা হলে চাকরি পেতো সাধারণ মানুষ।৫ আগস্ট ছাত্র আন্দোলনের, গণঅভ্যুত্থানের পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা না থাকায় সুন্দর ও সুস্থভাবে যোগ্যতা ও মেধায় পুলিশের চাকরি পেলেন অনেক আনন্দিত সাধারণ পরীক্ষার্থীরা।
কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ কমিটি গঠিত হয়েছে। ৬১ সদস্য বিশিষ্ট কমিটিতে অধ্যাপক শফিকুল…
অভ্যুত্থানের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় এজাহারভুক্ত পুলিশ অফিসারদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করতে লিগ্যাল নোটিশ…
পাবনা সংবাদদাতা উজান থেকে নেমে আসা ঢলে পাবনায় পদ্মা নদীর পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে তিন…
জাকির হোসেন (বাবলু), দুর্গাপুর রাজশাহীর দুর্গাপুরে বন্যার পানিতে ডুবে গেছে কৃষকের স্বাবলম্বী হওয়ার স্বপ্নে রোপণ…
শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে এক মিয়ানমার নাগরিক (আরাকান আর্মির…
উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর…
This website uses cookies.