বিএনপি নেতার ছত্রছায়ায় অবাধ বিচরণ : গণঅভ্যুত্থানের হত্যা মামলার আসামী পটুয়াখালীতে অবস্থান

নিজস্ব প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সাইনবোর্ডে গুলিবিদ্ধ হয়ে মো. রিয়াজ নিহতের হওয়ার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১৯২ জনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা হয়েছে। এছাড়াও মামলায় আরও ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এই মামলায় আসামী করা হয় পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুর থানার ধুলাসর এলাকার নূর মোহাম্মদ এর ছেলে আহসান হাবিব তালুকদার (৪৫) কে। স্বৈরাচার সরকার শেখ হাসিনার পতনের আগ মূহুর্ত পর্যন্ত আহসান হাবিব নারায়ণগজের ইসপাহানি বন্দর এলাকায় থাকতেন এরপর গা-ঢাকা দেন।

বন্দর এলাকায় ঘুরে জানা যায়, ছাত্র-জনতার আন্দোলনের সময় আহসান হাবিব নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের ছত্রছায়ায় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা চালায় এবং হাসিনার দোসর হিসেবে কাজ করে।

এর আগে হাবিবের বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমিদস্যুতা এবং চাঁদা না পেলে মারধরের অভিযোগও পাওয়া যায়। নাম পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি জানান, বিভিন্ন লোকের কাছ থেকে জমির পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে জাল-জালিয়াতি করে কাগজ বানিয়ে মানুষকে হয়রানির উদ্দেশ্যে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখায় বিল সংক্রান্ত বিষয়ে বিভিন্ন ব্যক্তিকে আপত্তি জমা দেয়। তিনি মানুষকে হয়রানিসহ শামীম ওসমানের প্রভাব খাটিয়ে হুমকি ও ভয়ভীতি দেখাত এবং বর্তমানে বিএনপির নাম ব্যবহার করে হুমকি ধামকি দিচ্ছে।

এব্যপারে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে ভুক্তভোগীরা বলেন, তার বিরুদ্ধে হত্যা মামলা আছে এবং হাসিনা সরকারের সময় প্রভাব দেখিয়ে আমাদের অনেক হয়রানি করেছে। সরকার পতনের পরও সে থেমে নেই, এখন বিএনপি’র নেতাদের সঙ্গে নিয়ে দাপিয়ে বেরাচ্ছে এবং তাকে প্রায়ই বিভিন্ন সময় আদালত চত্ত্বরে দেখা যায়। বিভিন্নভাবে মানুষকে হয়রানির জন্য মিথ্যা মামলা দিচ্ছে, আমরা তার বিচার চাই।

মামলার বিষয়টি নিশ্চিত করে, ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, মো. রিয়াজ নিহতের ঘটনায় শামীম ওসমানসহ ১৯২ জনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা হয়েছে।

প্রলয় ডেস্ক/আ

Recent Posts

কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ কমিটি গঠিত

কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ কমিটি গঠিত হয়েছে। ৬১ সদস্য বিশিষ্ট কমিটিতে অধ্যাপক শফিকুল…

2 hours ago

এজাহারভুক্ত সব পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার নোটিশ

অভ্যুত্থানের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় এজাহারভুক্ত পুলিশ অফিসারদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করতে লিগ্যাল নোটিশ…

4 hours ago

বন্যায় ডুবে গেছে সবজি ক্ষেত, বিপাকে কৃষক

পাবনা সংবাদদাতা উজান থেকে নেমে আসা ঢলে পাবনায় পদ্মা নদীর পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে তিন…

6 hours ago

দূর্গাপুরে বন্যার পানিতে ডুবলো কৃষকের স্বপ্নের পান বরজ

জাকির হোসেন (বাবলু), দুর্গাপুর রাজশাহীর দুর্গাপুরে বন্যার পানিতে ডুবে গেছে কৃষকের স্বাবলম্বী হওয়ার স্বপ্নে রোপণ…

6 hours ago

সীমান্তে বিজিবির অভিযানে মিয়ানমারের নাগরিকসহ আটক ২

শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে এক মিয়ানমার নাগরিক (আরাকান আর্মির…

6 hours ago

নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭৬৩৭ জন নিয়োগ: স্বরাষ্ট্র উপদেষ্টা

উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর…

6 hours ago

This website uses cookies.