কক্সবাজারে ফায়ার সার্ভিস কর্তৃক অবৈধভাবে জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকার ইনানী মৌজাতে সোনারপাড়া নিদানিয়া এলাকায় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা মিলে অবৈধভাবে জমি দখলের অভিযোগ তুলে মানববন্ধন করেছে জমি মালিকরা। গতকাল রবিবার সকাল ১১ টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক মানববন্ধনে ভুক্তভোগীদের জমি অবৈধভাবে দখলে নিয়েছে বলে এমন অভিযোগ তুলে বক্তব্য দেন।

মানববন্ধনে ভুক্তভোগীরা জানান, বিগত এক বছর আগে কক্সবাজার ফায়ার সার্ভিসের প্রদান কর্মকর্তা অতীশ চাকমা ও সোনারপাড়া এলাকার দালাল কালা জমির এর মাধ্যমে কাগজ জালিয়াতী করে স্থানীয় জমি মালিকদের জমি জবরদখল করে বাউন্ডারি প্রাচীর নির্মাণ করে। কিন্তু জমিগুলো কোন অধিগ্রহণ না করে উক্ত জমি অবৈধভাবে দখলকারীদের বিরুদ্ধে মানববন্ধন করতে বাধ্য হয়েছে জমি মালিকরা।

জমি মালিক শহীদুল্লাহ বলেন, ফায়ার সার্ভিস কল্যাণ তহবিলের মাধ্যমে জায়গা ক্রয়ের অধিগ্রহণের নাটক সাজিয়ে আমাদেরকে জমির কোন মূল্য না দিয়ে তারা স্থানীয় আওয়ামী লীগ নেতা দিয়ে জমি জবরদখল করে আমাদেরকে হয়রানি করছে। আমরা প্রকৃত জমি মালিক রা বাংলাদেশ সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে, আমাদের জমিগুলো অধিগ্রহণ করে ন্যায্য মূল্য দেয়ার। ভুক্তভোগী শহীদুল্লাহ আরও বলেন বিগত স্বৈরাচারের আমলে আওয়ামী সরকারের পেটুয়া বাহিনী দিয়ে আমাদের জমিগুলো জোর জবরদখল করে ফায়ার সার্ভিসের কল্যাণ তহবিলের অধিগ্রহণকৃত জায়গা বলে আমাদের উপর নানা জুলুম নির্যাতন অত্যাচার করা হচ্ছে। কিন্তু আমাদের সমস্ত কাগজপত্র ঠিক থাকার পরেও তারা বাংলাদেশের প্রচলিত আইন কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধভাবে জমি দখলে নিয়েছে। আমরা আমাদের ন্যায্য মূল্য পেতে জমি অধিগ্রহণ দিতে চাই।

আমাদেরকে জমির মুল্য না দিয়ে এবং কোন রেজিস্ট্রি না নিয়ে আমাদের সাথে প্রতারণা করে বসেছে ফায়ার সার্ভিস ডিফেন্সের কর্মকর্তা কর্মচারীরা। একইভাবে জমির মালিক মাহবুব আলম মিনার মানববন্ধনে বলেন,বাংলাদেশ ফায়ার সার্ভিসের এসিস্ট্যান্ট ডিজি প্লানিং ইকবাল বাহার বুলবুলের নির্দেশে ও কক্সবাজারে দায়িত্ব থাকাকালীন ফায়ার সার্ভিসের কর্মকর্তা অতিশ চাকমা ও কালা জমির নামের এক দালাল মিলে কয়েক কোটি টাকা আত্মসাৎ করে আমাদের জমি অধিগ্রহণ করার নামে প্রতারণা করে জমি দখলে নিয়েছে।

আমরা ভুক্তভোগীরা বিভিন্ন জায়গায় তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ জমা দিয়েছি। এই পর্যন্ত আমরা কোন সুরাহা পাইনি। আজকে এই মানববন্ধন থেকে কক্সবাজার জেলা প্রশাসনের কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রধানের মাধ্যমে আমরা এটার সূরাহা নিশ্চিত করতে একাত্মবোধ প্রকাশ করছি। একইভাবে মাহাবুল আলম মিনার আরো বলেন, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা মিলে কোটি কোটি টাকা আত্মসাৎ করে আমাদের জমি অধিগ্রহণ না করে অবৈধভাবে জমি দখল করে রেখেছে। আমরা ইতিমধ্যে স্মারকলিপি জমা দিয়েছি। এবার জেলা প্রশাসক মহোদয় আমাদের জমি অধিগ্রহণ করে ন্যায্য জমির দাম পেতে পারি। একইভাবে জমির অন্যান্য মালিরাও একইভাবে সঠিক অধিগ্রহণের মাধ্যমে জমির দাম পাওয়ার আশা ব্যাক্ত করেন। সকাল ১১ টা থেকে শুরু করে দীর্ঘ দেড় ঘন্টা পর্যন্ত এই মানববন্ধনে তাদের জমি অবৈধভাবে দখল থেকে মুক্ত করতে জেলা প্রশাসক বরাবর আকুল আবেদন জানান।

 

প্রলয় ডেস্ক/আ

Recent Posts

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে জাতীয়…

21 minutes ago

১৮ বছর আগে বরখাস্ত ৩২৮ জনকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ

কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করার নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে। এই রায় আপিল বিভাগের ১৭…

2 hours ago

সাবেক এমপি শফিকুল ইসলাম অপু গ্রেপ্তার

রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল…

2 hours ago

ভাষাসৈনিক আহমদ রফিক গুরুতর অসুস্থ

আন্দোলনের অন্যতম সৈনিক, কবি ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিক গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি…

2 hours ago

সাবেক ডিবি প্রধান হারুনসহ ১৮ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদসহ ১৮ পুলিশ কর্মকর্তাকে বিনা…

2 hours ago

ডাকসু নির্বাচনে শিবিরের চূড়ান্ত প্যানেলে অন্য যারা আছেন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ইনক্লুসিভ তথা অন্তর্ভুক্তিমূলক প্যানেল ঘোষণা করেছে…

2 hours ago

This website uses cookies.