শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে রোববার (১ ডিসেম্বর) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুপুরের দিকে উখিয়া-৭ নম্বর বি/৭ ব্লকের ক্যাম্পে লাগা এই আগুনে একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা ও স্থাপনা ধ্বংস হয়ে গেছে। আগুনে একটি এনজিও সংস্থার লার্নিং সেন্টার, ১১টি দোকান, ১২টি রোহিঙ্গা সেল্টার এবং ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কেন্দ্রের সেলাই মেশিনসহ অন্যান্য উপকরণ পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, দুপুরের দিকে ক্যাম্পের একটি সেল্টারের মধ্যে আগুনের লেলিহান শিখা দেখা যায়, যা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে।
উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে পুড়ে যাওয়ার ফলে ক্যাম্পের একাংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই অগ্নিকাণ্ডে ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কেন্দ্রের ভেতরে থাকা সেলাই মেশিনসহ বিভিন্ন মূল্যবান সরঞ্জাম পুড়ে গেছে।
ব্র্যাকের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রমে ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়া, আগুনে ১১টি দোকান পুড়ে যাওয়ার ফলে স্থানীয় ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এ ঘটনার পর পুরো ক্যাম্পের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই তাদের নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তবে, আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি, যা সবার জন্য কিছুটা স্বস্তির।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কেন্দ্রের সোলার প্যানেলের ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনার সঠিক কারণ অনুসন্ধান করতে কাজ শুরু করেছেন। এ ঘটনায় স্থানীয় প্রশাসন এবং ক্যাম্পের দায়িত্বশীলরা নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার ঘোষণা দিয়েছেন। ক্যাম্পের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও ভবিষ্যতে এমন ঘটনা রোধ করতে সতর্কতা বাড়ানো হবে বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের ঘটনা ক্যাম্পবাসীদের জন্য এক বড় ধরনের বিপর্যয় হিসেবে চিহ্নিত হয়েছে, এবং এটি দ্রুত পুনরুদ্ধারের জন্য সকল সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…
This website uses cookies.