ভাঙ্গায় চাকরীর প্রলোভন দেখিয়ে ৩০ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ পিআইও মানস বসুর বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক

ফরিদপুরে চাকরীর প্রলোভন দেখিয়ে ৩০ লক্ষা টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক ভাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানুস বসুর বিরুদ্ধে। জানাযায়, ভাঙ্গার হোগলা ডাঙ্গী সদরদী এলাকার দুই যুবককে চাকরীর প্রলোভন দেখিয়ে ৩০ লক্ষ হাতিয়ে নেন মানস বসু। নির্ধারিত সময় পার হলেও চাকরী পাননি হোগলা ডাঙ্গী এলাকার আছমত আলীর পুত্র মোসলেম উদ্দিন ও কায়েস মুন্সির পুত্র সাব্বির হোসেন লিমন। মোসলেম এবং সাব্বির হোসেন লিমন চাকরী না পাওয়ায়, টাকা ফেরত পেতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত করেন হোগলা ডাঙ্গী সদরদী এলাকার মৃত আ: রব মুন্সীর পুত্র আলহাজ্ব মোঃ সোবহান মুন্সী।

গত ২৮ নভেম্বর সোবহান মুন্সির পক্ষে ফরিদপুর জজ কোর্টের এ্যাডভোকেট এ.ও. এম খালেদ সাবেক ভাঙ্গা ও বর্তমান বোয়ালমারী উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানস বসুকে লিগ্যাল নোটিশ প্রদান করেন। নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে পাওনা টাকা পরিশোধ করতে বলা হয়েছে। অভিযোগসূত্রে জানাযায়, মানস বসু ভাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (P.I.O) হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। সেই সুবাধে আলহাজ্ব মোঃ সোবহান মুন্সীর সাথে তার পরিচয় হয়। অফিসে যাতায়াতের সুবাধে মানস বসুর সাথে সুসম্পর্ক গড়ে ওঠে সোবহান মুন্সীর।

২০২৩ সালের জানুয়ারীতে হঠাৎ ঢাকা হেড অফিসে কিছু সংখ্যক অফিস সহকারী পদে লোক নিবে বলে সোবহান মুন্সিকে জানান মানস বসু এবং সোবহান মুন্সিকে বলেন, আপনি ২/১ জন লোকের নাম দেওয়ার ব্যবস্থা করবেন। দীর্ঘ দিনের সম্পর্ক থাকায় আলোচনার মধ্যে অনেক কথার এক পর্যায় ২ জন ৩০ লক্ষ টাকা আপোষ হয়। সেই মোতাবেক সোবহান মুন্সি তার ভাঙ্গা শাখার অগ্রনী ব্যাংক একাউন্ট থেকে চেকের মাধ্যমে মানস বসু (P.I.O)’কে ২৭ লক্ষ ৭০ হাজার টাকা প্রদান করেন।এছাড়াও ঢাকায় যাতায়াতের জন্য নগদ ২ লক্ষ ৩০ হাজার টাকা মানস বসুকে প্রদান করেন বলেও অভিযোগ সূত্রে জানাযায়।

লিখিত অভিযোগের বিষয়ে জানতে চাইলে সোবহান মুন্সি বলেন, ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে চাকরী নিয়োগ দেওয়ার কথা হয়। কিন্তু ২০২৪ সালের জানুয়ারী ও ফেব্রুয়ারী মাস অতিবাহিত হলেও চাকরীর কোন সমাধান হয় না। মার্চ মাসে ঢাকার খবর ভাল না বেশী টাকায় অন্য লোক নিয়োগ দিয়েছে মানস বসু আমাকে জানান। তিনি বলেন, ভাই চিন্তা করবেন না দ্রুত আপনার টাকা দিয়া দিব। কিন্তু মানস বসুর কথার বাস্তবতার মিল না পেয়ে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার (জনাব কুদরত-এ-খোদা) সাহেব-কে ঘটনাটি খুলে বলি। উনি আমার কথা ব্যাংকের চেকের মাধ্যমে টাকা উনার অফিস সহকারী রুবেল এর স্বাক্ষরিত প্রমান পত্র হাজির করি (ব্যাংক স্টেটমেন্ট)। উপজেলা নির্বাহী অফিসার তিন দিন পরে তাহার অফিসে আমাকে তলব করে এবং অভিযুক্ত তিন জনকে তার অফিসে ডেকে আমার দেওয়া টাকা ফেরত দিতে হুকুম প্রদান করে। P.I.O তাৎক্ষনিক উপজেলা নির্বাহী অফিসার এর নির্দেশ মোতাবেক তিনটি চেক উনার প্রধান সহকারী শেখ সাদীকে দিয়ে টাকা উল্লেখ করে এক মাসের মধ্যে (সেপ্টেম্বর ২৪) মাসে দিবে স্বীকার করে। কিন্তু দুঃখের বিষয় ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে সাউথ ইষ্ট ব্যাংকে যোগাযোগ করলে ব্যাংকে ঐ পরিমান টাকা নাই। বারবার ফেরত আসি। তারপর (P.I.O) এর সাথে যোগাযোগ করলে মাঝে মধ্যে ফোন ধরে ভাই ২/১ দিনের মধ্যে টাকা দেওয়ার ব্যবস্থা করছি। আবার সময়,সময় নিয়ে আর ফোন ধরে না। এদিকে অফিস সহকারীদের কাছে গেলে তারা বলেন, বসু স্যার টাকা ম্যানেজ করতে পারলে আপনাকে দিবেন। এই বলে আমাকে দিনের পর দিন ঘুরাতে থাকেন। অবশেষে কোন উপায়ন্তর না পেয়ে ,আমার টাকাগুলো ফেরত পেতে সরকারে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করি। আমি বিশ্বাস করি প্রশাসন তদন্তপূর্বক আমার টাকাগুলো উদ্ধারে ব্যবস্থা গ্রহণ করবেন।

এবিষয়ে মুঠোফোনে জানতে চাইলে মানস বসু বলেন, সাদী(প্রকল্প কর্মকর্তার প্রধান সহকারী শেখ সাদী)’র সাথে সোবহান মুন্সির ব্যবসায়িক লেনদেন ছিল , সেই সুবাধে সাদির কাছে টাকা পাবে এবং সাদী স্বীকারও করেন টাকার কথা, তারপরেও আমার বিরুদ্ধে অভিযোগ করেছে। এগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। তবে সাদী এবং সোবহান মুন্সির টাকা পয়সা লেনদেনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

উল্লেখ্য, সোবহান মুন্সির সাথে সাদী (প্রকল্প কর্মকর্তার প্রধান সহকারী শেখ সাদী)’র কোন ব্যবসা নেই , ৩০ লক্ষ টাকা উদ্ধারে প্রথমে অফিসিয়াল ভাবে শালিসের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয়। পরবর্তীতে বিভিন্ন দপ্তরে অভিযোগ ও মানস বসুকে লিগ্যাল নোটিশ পাঠানো হলো। চলবে….

প্রলয় ডেস্ক/আ

Recent Posts

বৈদ্যুতিক খুঁটিতে শর্ট সার্কিট, ভালুকায় কারখানায় অগ্নিকাণ্ড

স্টাফ রিপোর্টার ময়মনসিংহের ভালুকা উপজেলার কাঁঠালীতে অবস্থিত ইকরাম সোয়েটার্স লিঃ এর অভ্যন্তরে গত (১৫ এপ্রিল…

10 hours ago

সদরপুরে মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন

মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, সদরপুর ইসলামী আন্দোলন বাংলাদেশ সদরপুর উপজেলা শাখার আইন ও মানবাধিকার বিষয়ক…

10 hours ago

গফরগাঁও এ ভূমি অধিগ্রহণ শাখার প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ভূমি অধিগ্রহণ শাখার প্রশাসনিক কর্মকর্তা আ.ন.ম উবাইদুল্লাহর বিরুদ্ধে জমি মালিকদের…

14 hours ago

কুড়িগ্রাম জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবারর (১৮ মে) সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম জেলা…

2 days ago

সরকারের সমালোচনা করা রাষ্ট্রের নাগরিকদের অধিকার: আশফাক নিপুন

বাকস্বাধীনতার পক্ষে সরব হয়েছেন নির্মাতা আশফাক নিপুন। ‘সরকারের সমালোচনা করা রাষ্ট্রের নাগরিকদের অধিকার’ হিসেবে তিনি…

2 days ago

জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধে আইনি নোটিশ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত হওয়ার পর এবার জাতীয় পার্টির (জাপা) রাজনীতি নিষিদ্ধ…

2 days ago

This website uses cookies.