নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর জেলা পুলিশের রির্জাভ অফিস বার্ষিক পরিদর্শন উপলক্ষে ফরিদপুর পুলিশ লাইন্স মাঠে গতকাল সোমবার প্যারেড পরিদর্শন ও বিশেষ কল্যাণ সভায় অফিসার ও ফোর্সদের সাথে মতবিনিময় করেন, ঢাকা রেঞ্জ ডিআইজি এ.কে.এম আওলাদ হোসেন। উক্ত প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. আসিফ ইকবাল। বর্ণাঢ্য এ প্যারেডে জেলা পুলিশের সর্বমোট ৬টি কন্টিনজেন্ট এবং সুসজ্জিত বর্ণিল বাদক দল অংশগ্রহণ করে।
প্যারেড শেষে ডিআইজি ঢাকা রেঞ্জ যানবাহন, রেশন স্টোর পরিদর্শন করেন। পরবর্তীতে পুলিশ লাইনস্থ শহীদ ছালাম সভাকক্ষে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঢাকা রেঞ্জ ডিআইজি এ.কে.এম আওলাদ হোসেন। সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মো. আব্দুল জলিল (পিপিএম), উক্ত সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যদার পুলিশ সদস্যগণ বক্তব্য রাখেন এবং ডিআইজি, ঢাকা রেঞ্জ এবং পুলিশ সুপার তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন।
তিনি বিভিন্ন সমস্যা সমাধানের নিমিত্তে তাৎক্ষণিক সিদ্ধান্ত প্রদান করেন। ডিআইজি, ঢাকা রেঞ্জ তার বক্তব্যে সকলকে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান। শৃঙ্খলা বজায় রেখে দেশপ্রেমিক হিসাবে পুলিশ সদস্যরা দেশ ও জনগণের সেবায় নিবেদিত থাকবে, সে প্রত্যাশা ব্যক্ত করেন ডিআইজি। পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণের বিষয়টি ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে তিনি জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ, (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস, (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মোঃ সালাউদ্দিন (পিপিএম), সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) সহ, জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন সংস্থা হতে আগত ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ।
স্টাফ রিপোর্টার ময়মনসিংহের ভালুকা উপজেলার কাঁঠালীতে অবস্থিত ইকরাম সোয়েটার্স লিঃ এর অভ্যন্তরে গত (১৫ এপ্রিল…
মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, সদরপুর ইসলামী আন্দোলন বাংলাদেশ সদরপুর উপজেলা শাখার আইন ও মানবাধিকার বিষয়ক…
ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ভূমি অধিগ্রহণ শাখার প্রশাসনিক কর্মকর্তা আ.ন.ম উবাইদুল্লাহর বিরুদ্ধে জমি মালিকদের…
কুড়িগ্রাম জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবারর (১৮ মে) সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম জেলা…
বাকস্বাধীনতার পক্ষে সরব হয়েছেন নির্মাতা আশফাক নিপুন। ‘সরকারের সমালোচনা করা রাষ্ট্রের নাগরিকদের অধিকার’ হিসেবে তিনি…
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত হওয়ার পর এবার জাতীয় পার্টির (জাপা) রাজনীতি নিষিদ্ধ…
This website uses cookies.