স্পোর্টস ডেস্ক
ইতিহাসে প্রথমবার টেস্ট আয়োজন করেছিল নিউজিল্যান্ড ও আফগানিস্তান। কিন্তু ঐতিহাসিক এই টেস্ট ম্যাচটি ঠিকমতো খেলতে পারবে কিনা দুই দল, তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। কারণ, গ্রেটার নইদা টেস্টের প্রথম দিন পুরোটাই ভেসে গেছে বৃষ্টিতে। এমনটি বৃষ্টির কারণে টসও করা যায়নি।
গতকালের ঘাটতি পুষিয়ে তুলতে আজ মঙ্গলবার খেলা শুরু হওয়ার কথা ছিল আধ ঘণ্টা আগে, স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায়। কিন্তু দুই ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত খেলার উপযুক্ত হয়নি পিচ-আউটফিল্ড। যে কারণে আজও টস হয়নি। টস ছাড়াই দ্বিতীয় দিনে মধ্যাহ্নবিরতির সময় হয়ে গেছে।
খেলা শুরুর অন্তরায় যে শুধু বৃষ্টি, তা কিন্তু নয়। বরং মাঠের অব্যবস্থাপনা ও অনুন্নত প্রযুক্তির কারণেই খেলা শুরু করা সম্ভব হচ্ছে না। যার প্রমাণ মেলেছে অনুশীলনে।
মাঠ ভেজা থাকার কারণে যখন দুই দল অনুশীলন করতে পারছিল না। তখন বৈদ্যুতিক পাখা দিয়ে মাঠ শুকোনোর চেষ্টা চালাতেও দেখা গেছে ভারতীয়দের। যদিও শেষ পর্যন্ত ব্যর্থই হয়েছে মাঠ কর্তৃপক্ষ। যে কারণে কোনো অনুশীলন ছাড়াই টেস্ট ম্যাচটি খেলার প্রস্তুতি নিয়েছিল নিউজিল্যান্ড ও আফগানিস্তান।
অখ্যাত এই স্টেডিয়ামটির নেই দক্ষ মাঠকর্মীও। দর্শকদের জন্য নেই বসার ব্যবস্থা। এমনটি ভেতরে নারীদের জন্য শৌচাগারও নেই। বিদ্যুত ও পানি সরবরাহ ব্যবস্থার প্রয়োজনীয় মানদণ্ডও ঠিক নেই।
এসব কারণে মাঠটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
এসিবির এক কর্মকর্তা বলেন, ‘এটি বিশাল জগাখিচুড়ি অবস্থা। আমরা এখানে আর কখনো আসবো না। খেলোয়াড়রাও এখানকার সুযোগ-সুবিধা নিয়ে অসন্তুষ্ট। আমরা সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে আগে থেকেই কথা বলেছিলাম এবং স্টেডিয়াম কর্তৃপক্ষ আশ্বস্ত করেছিল যে সবকিছু ঠিকঠাক হবে।’
২০১৭ সালে এখানে ম্যাচ ফিক্সিং হয়েছে, এমন অভিযোগে মাঠটি নিষিদ্ধ করে বিসিসিআই। এরপর থেকে বিসিসিইয়ের আয়োজিত কোনো ম্যাচে এখানে অনুষ্ঠিত হয়নি। যে কারণে চরম অবহেলার শিকার হয়েছিল স্টেডিয়ামটি।
কিন্তু এই মাঠকে নিজেদের হোমভেন্যু বানিয়ে আগেও খেলেছিল আফগানিস্তান। তাদের প্রত্যাশা ছিল, এতদিনে হয়তো মাঠের অনেককিছুই উন্নত হয়েছে। কিন্তু সেটা ছিল অনেকটা ‘ উদাসীন কবির কল্পনার’ মতো।
ব্যাপারটি উল্লেখ করে এসিবির আরেক কর্মকর্তা বলেন, ‘যখন আমরা শেষবার এখানে এসেছি, এরপর কোনো কিছুই বদলায়নি। একটুও উন্নতি হয়নি।’
জমিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক এবং প্রথম পূর্ণকালীন কোচ বব সিম্পসন। ৮৯ বছর বয়সে সিডনিতে…
ইসরায়েল গাজার উত্তরাঞ্চল থেকে অধিবাসীদের দক্ষিণে সরিয়ে নেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। শনিবার (১৬ আগস্ট) ইসরায়েলি…
অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. আবু তালেব আর নেই। রোববার (১৭ আগস্ট) ভোরে হঠাৎ অসুস্থ…
রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ…
মনোযোগ ফেরাতে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের ব্রিফ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার (১৭ আগস্ট)…
বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি…
This website uses cookies.