ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মহেশখালীতে পালিয়ে বেড়াচ্ছে নিহত বিএনপিকর্মী মুহাম্মদ রশিদ’র পরিবার

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৫:২৮:০১ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / ৮৯ বার পড়া হয়েছে

কক্সবাজার অফিস

কক্সবাজারের মহেশখালীতে তুচ্ছ রাজনৈতিক তর্ক-বিতর্কের জের ধরে প্রতিপক্ষ যুবলীগ কর্মীর হামলায় বিএনপির সদস্য মুহাম্মদ রশিদ (৫৫) হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এই হত্যাকাণ্ডের পরে নিহতের পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যামামলার আসামিরা পাল্টা মামলা দায়ের করে। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন নিহত রশিদের পরিবার।
স্বামী হত্যার বিচার না পেয়ে উল্টো নিজেরা মিথ্যা মামলার আসামি হয়ে পালিয়ে বেড়ানোর কথা তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন নিহত মুহাম্মদ রশিদের স্ত্রী খুরশিদা বেগম।

মহেশখালীর উত্তর নলবিলায় উপকূলীয় সাংবাদিক ফোরামের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে খুরশিদা বেগম ও ছেলে শাওন বলেন, গত ১৪ এপ্রিল মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা গ্রামের মৃত লাল মিয়ার পুত্র মুহাম্মদ রশিদকে রাজনৈতিক তুচ্ছ বিতর্কের জের ধরে একই এলাকার নজু মিয়ার পুত্র অমিত হাসান, কামরুল ও হেলালসহ তাদের দলীয় লোকজন পিটিয়ে হত্যা করে।

এসময় উত্তেজিত জনতা হত্যাকারী কামরুল হাসানকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনায় ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হলেও পুলিশ এ পর্যন্ত একজন আসামিকেও গ্রেফতার করতে পারেনি। উপরন্তু হত্যাকারী হেলাল উদ্দিন উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন নিয়ে এসে গত ১৩ মে মহেশখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিহতের স্ত্রী, ভাই ও পরিবারের লোকজনসহ ১৯ জানের বিরুদ্ধে আসামিদের বাড়িঘর ভাঙচুরের অভিযোগ এনে পাল্টা মামলা দায়ের করেন। আদালত এই মামলাটি মহেশখালী থানায় তদন্তের জন্য পাঠালে উল্টো পুলিশ নিহতের পরিবারের লোকজনকে হয়রানি করছে। এছাড়া তারা আসামিদের হুমকিতে এলাকা ছেড়ে পালিয়ে বেড়ানোরও অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে নিহতের ছেলে মোঃ শাওন, স্ত্রী খুরশিদা বেগম ছাড়াও বড়ভাই নজরুল ইসলাম, ভাতিজা রেজাউল করিম, সাবেক ইউপি সদস্য খদিজা বেগম ও মনির আহমদ উপস্থিত ছিলেন। তারা নিহত মুহাম্মদ রশিদের খুনিদের দায়েরকৃত মিথ্যা মামলা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রত্যাহারপূর্বক খুনিদের গ্রেফতার করে ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

মহেশখালীতে পালিয়ে বেড়াচ্ছে নিহত বিএনপিকর্মী মুহাম্মদ রশিদ’র পরিবার

আপডেট সময় : ০৫:২৮:০১ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

কক্সবাজার অফিস

কক্সবাজারের মহেশখালীতে তুচ্ছ রাজনৈতিক তর্ক-বিতর্কের জের ধরে প্রতিপক্ষ যুবলীগ কর্মীর হামলায় বিএনপির সদস্য মুহাম্মদ রশিদ (৫৫) হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এই হত্যাকাণ্ডের পরে নিহতের পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যামামলার আসামিরা পাল্টা মামলা দায়ের করে। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন নিহত রশিদের পরিবার।
স্বামী হত্যার বিচার না পেয়ে উল্টো নিজেরা মিথ্যা মামলার আসামি হয়ে পালিয়ে বেড়ানোর কথা তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন নিহত মুহাম্মদ রশিদের স্ত্রী খুরশিদা বেগম।

মহেশখালীর উত্তর নলবিলায় উপকূলীয় সাংবাদিক ফোরামের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে খুরশিদা বেগম ও ছেলে শাওন বলেন, গত ১৪ এপ্রিল মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা গ্রামের মৃত লাল মিয়ার পুত্র মুহাম্মদ রশিদকে রাজনৈতিক তুচ্ছ বিতর্কের জের ধরে একই এলাকার নজু মিয়ার পুত্র অমিত হাসান, কামরুল ও হেলালসহ তাদের দলীয় লোকজন পিটিয়ে হত্যা করে।

এসময় উত্তেজিত জনতা হত্যাকারী কামরুল হাসানকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনায় ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হলেও পুলিশ এ পর্যন্ত একজন আসামিকেও গ্রেফতার করতে পারেনি। উপরন্তু হত্যাকারী হেলাল উদ্দিন উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন নিয়ে এসে গত ১৩ মে মহেশখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিহতের স্ত্রী, ভাই ও পরিবারের লোকজনসহ ১৯ জানের বিরুদ্ধে আসামিদের বাড়িঘর ভাঙচুরের অভিযোগ এনে পাল্টা মামলা দায়ের করেন। আদালত এই মামলাটি মহেশখালী থানায় তদন্তের জন্য পাঠালে উল্টো পুলিশ নিহতের পরিবারের লোকজনকে হয়রানি করছে। এছাড়া তারা আসামিদের হুমকিতে এলাকা ছেড়ে পালিয়ে বেড়ানোরও অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে নিহতের ছেলে মোঃ শাওন, স্ত্রী খুরশিদা বেগম ছাড়াও বড়ভাই নজরুল ইসলাম, ভাতিজা রেজাউল করিম, সাবেক ইউপি সদস্য খদিজা বেগম ও মনির আহমদ উপস্থিত ছিলেন। তারা নিহত মুহাম্মদ রশিদের খুনিদের দায়েরকৃত মিথ্যা মামলা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রত্যাহারপূর্বক খুনিদের গ্রেফতার করে ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানান।