ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে ৬০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / ১৭ বার পড়া হয়েছে

সীতাকুণ্ড সংবাদদাতা
চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদার হাটে ৬ লাখ টাকা মূল্যের ৬০ কেজি গাঁজাসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে আটটার সময় উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাটস্থ নয়াবাড়ি ঘাটা এলাকায় গাঁজাভর্তি মাইক্রোবাসটি জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ঢাকামূখী একটি মাইক্রোবাস (ঢাকামেট্টো-চ ১৩-৬১০৫) পুলিশ ধাওয়া করলে ফৌজদারহাট নয়াবাড়ি ঘাটা এলাকায় গলির ভিতরে ঢুকে পড়লে স্থানীয়রা সন্দেহ করে তল্লাশি করার সময় মাইক্রোবাসের চালক এসময় দ্রুত পালিয়ে যায়।

স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতা শাহিন সুমন বলেন, সকালে একটি মাইক্রোবাস নয়াবাড়ি গলির ভিতরে রেখে চালককে দৌড়ে পালিয়ে যেতে দেখে আমাদের সন্দেহ হলে গাড়ির দরজা খোলে দেখি গাড়িভর্তি গাঁজা। বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে জানালে পুলিশ এসে মাইক্রোবাসটি জব্দ করে ফাঁড়িতে নিয়ে যায়।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সোহেল রানা বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে ফৌজদারহাট এলাকার একটি গলি থেকে একটি মাইক্রোবাস আটক করলে সেখানে বিপুল পরিমাণ গাঁজা পাওয়া যায়। তবে কাউকে আটক করা যায়নি। বিষয়টি সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমানকে জানানো হয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে আসেন। আটককৃত গাঁজার ওজন ৬০কেজি। এব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হয়।

 

 

প্রলয়/তাসনিম তুবা 

নিউজটি শেয়ার করুন

সীতাকুণ্ডে ৬০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ

আপডেট সময় : ০৫:৫৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

সীতাকুণ্ড সংবাদদাতা
চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদার হাটে ৬ লাখ টাকা মূল্যের ৬০ কেজি গাঁজাসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে আটটার সময় উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাটস্থ নয়াবাড়ি ঘাটা এলাকায় গাঁজাভর্তি মাইক্রোবাসটি জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ঢাকামূখী একটি মাইক্রোবাস (ঢাকামেট্টো-চ ১৩-৬১০৫) পুলিশ ধাওয়া করলে ফৌজদারহাট নয়াবাড়ি ঘাটা এলাকায় গলির ভিতরে ঢুকে পড়লে স্থানীয়রা সন্দেহ করে তল্লাশি করার সময় মাইক্রোবাসের চালক এসময় দ্রুত পালিয়ে যায়।

স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতা শাহিন সুমন বলেন, সকালে একটি মাইক্রোবাস নয়াবাড়ি গলির ভিতরে রেখে চালককে দৌড়ে পালিয়ে যেতে দেখে আমাদের সন্দেহ হলে গাড়ির দরজা খোলে দেখি গাড়িভর্তি গাঁজা। বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে জানালে পুলিশ এসে মাইক্রোবাসটি জব্দ করে ফাঁড়িতে নিয়ে যায়।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সোহেল রানা বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে ফৌজদারহাট এলাকার একটি গলি থেকে একটি মাইক্রোবাস আটক করলে সেখানে বিপুল পরিমাণ গাঁজা পাওয়া যায়। তবে কাউকে আটক করা যায়নি। বিষয়টি সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমানকে জানানো হয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে আসেন। আটককৃত গাঁজার ওজন ৬০কেজি। এব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হয়।

 

 

প্রলয়/তাসনিম তুবা