কক্সবাজারে জামায়াতনেতার হামলায় বিএনপিনেতা নিহত

- আপডেট সময় : ০৫:৪০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
- / ৮৮ বার পড়া হয়েছে
কক্সবাজার অফিস
কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী এলাকায় জামায়াতনেতার হামলায় এক বিএনপিনেতা নিহত হয়েছেন। নিহত রহিমউদ্দিন সিকদার (৪৫) সদরের ভারুয়াখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সাড়ে ছয়টার দিকে চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে রোববার (১৩ জুলাই) রাতে ভারুয়াখালীর ফাতেরঘোনা এলাকায় বিএনপিনেতা রহিমউদ্দিন সিকদারের ওপর হামলার ঘটনা ঘটেছে পরিবারের দাবি।
নিহত রহিমউদ্দিন সিকদারের ভাই ও ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান সিকদার বলেন, ‘জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল বহুদিন ধরে। আমার ভাইদের পরিকল্পিতভাবে মারধোর করা হয়। যারা হামলা করেছে, তারা সকলেই পরিচিত মুখ।’
তিনি অভিযোগ করেন, কক্সবাজার পৌরসভার ফাতেরঘোনা ইউনিট জামায়াতে ইসলামির সভাপতি আব্দুল্লাহ আল নোমান ও তার জামাতা মিজান, সহযোগী মুজিব ও এনাম পরিকল্পিতভাবে তার ভাইদের ওপর হামলা চালায়। মারাত্মক আহতাবস্থায় রহিমউদ্দিনসহ আরও কয়েকজনকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থা সংকটাপন্ন হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে স্থানান্তর করা হয়।
কক্সবাজার জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল বলেন, ‘ভারুয়াখালী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রহিম সিকদারকে পরিকল্পিতভাবে হত্যা করেছে জামায়াত নেতারা। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস খান বলেন, ‘এই ঘটনার প্রধান অভিযুক্ত মিজানকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে পুলিশ কাজ করছে।’
জানা গেছে, রহিমউদ্দিন সিকদার কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন। পরবর্তীতে ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদেও দায়িত্ব পালন করেন।