সাবেক এমপি নিক্সন চৌধুরীর ঘনিষ্ট দুই সহোচর গ্রেপ্তার

- আপডেট সময় : ১১:১৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
- / ৫৯৮ বার পড়া হয়েছে
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর-৪ আসনের সাবেক এমপি নিক্সন চৌধুরীর ঘনিষ্ট, বালুদস্যু খ্যাত পরিচিত দুই সহোচরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
আজ ১৯ (সেপ্টেম্বর) বৃহষ্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের কৃষি মার্কেট এলাকা থেকে একজনকে ও গতকাল বুধবার রাতে একই মহাসড়কের কুমার নদ জোড়া ব্রিজের নিচ থেকে আরেকজনকে গ্রেফতার করা হয়।
এসব তথ্য নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার নবাগত অফিসার ইনচার্জ মোকছেদ রহমান।
ওসি আরও জানান, গত ০৪ সেপ্টেম্বর সাবেক এমপি নিক্সনসহ ১১০ জন ও অজ্ঞাত আরও ৬০ জনকে আসামী করে একটি মামলা করেন ভাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক, রাশেদুজ্জামান ওরফে তাসকিন রাজু। সেই মামলায় পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এছাড়াও মামলায় অন্নান্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, নিরু খলিফা (৪৫) ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও শরীফাবাদ গ্রামের মৃত মোস্তফা খলিফার ছেলে। আরেক আসামী আবু সাঈদ আলগী ইউনিয়নের সুকনী গ্রামের হারুনর রশিদের ছেলে। সে এলাকায় বালুদস্যু হিসেবে বেশ পরিচিত।
মামলার বাদী ও স্থানীয়রা জানায়, আবু সাঈদ জিরো থেকে হিরো হয়েছেন। সে সাবেক এমপি নিক্সনের ঘনিষ্ট সহোচর ও বালুদস্যু হিসেবে বেশ পরিচিত। মামলার আরেক আসামী নিরু খলিফা সাবেক এমপি নিক্সনের দৌরাত্মে ঘারুয়া ইউনিয়ে ত্রাসের রাজত্ব কায়েক করেছিলো। আসামীরা শুণ্য থেকে কোটিপতি বনে গেছেন। এদের বিরুদ্ধে সরেজমিনে তদন্ত করলে
মাদক ব্যবসা, বালুর ব্যবসাসহ বিভিন্ন উপায়ে অবৈধ আয়ের প্রমাণ পাওয়া যাবে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ শামিম হাসান জানান, গোঁপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে ভাঙ্গা কৃষি মার্কেট এলাকায় পুলিশ অভিযান চালিয়ে নিরু খলিফাকে গ্রফতার করা হয়। সে এ মামলায় ৪৪নং আসামী। আগামীকাল তাকে ফরিদপুর কোর্টে প্রেরণ করা হবে। এছাড়াও একই মামলায় ৪৬ নং আসামী আবু সাইদকে বুধবার রাতে কুমার নদের জোড়া ব্রীজের নিচ থেকে গ্রেফতার করা হয়।
এরপর তাঁর বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন চেয়ে আজ বৃহষ্পতিবার ফরিদপুর কোর্টে প্রেরণ করা হয়। বিজ্ঞ আদালত আসামীকে জেলহাজতে প্রেরণ করেছেন।
উল্লেখ্য, ওই মামলা ছাড়াও গত বুধবার ১১ সেপ্টেম্বর ভাঙ্গা উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ সাইদুর রহমান সিকদার ওরফে মিঠু ফরিদুপর কোর্টে সাবেক এমপি নিক্সন চৌধুরীসহ ৯৮ জন ও অজ্ঞাত ৩০০ জনকে আসামী করে আরেকটি মামলা করেন।
পরবর্তিতে মামলার তদন্তের জন্য জেলা পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন বিচারক মোহাম্মদ নাসিম মাহ্মুদ।