ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে পুলিশ কার্যালয়ে ঢুকে যুবককে মারধর

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ১২:০৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪
  • / ১০১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার অভিযোগে খুলনায় পুলিশ কার্যালয়ে ঢুকে এক যুবককে মারধর করেছেন বিক্ষুব্ধ জনতা।

বুধবার দিনগত রাত পৌনে ১২টার দিকে মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে আইনশৃঙ্খলা বাহিনী জানায়, পিটুনিতে আহত যুবক বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়রা জানান, ফেসবুকে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করেন কলেজশিক্ষার্থী ওই যুবক। বুধবার রাত পৌনে ৮টার দিকে কয়েকজন শিক্ষার্থী তাকে খুঁজে বের করে সোনাডাঙ্গায় খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-কমিশনারের (সাউথ) কার্যালয়ে নিয়ে যান।

বিষয়টি জানাজানি হলে জনতা গিয়ে ওই কার্যালয় ঘেরাও এবং বিক্ষোভ শুরু করেন। অভিযুক্তকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি করে বিক্ষোভ করতে থাকেন। খবর পেয়ে সেনা ও নৌবাহিনীর সদস্যরা সেখানে গিয়ে তাদের শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে রাত পৌনে ১২টার দিকে উত্তেজিত জনতা ওই কার্যালয়ে ঢুকে ওই যুবককে মারধর করেন।

কেএমপির উপ-কমিশনার (সাউথ) তাজুল ইসলাম জানান, আটক যুবককে আদালতের মাধ্যমে বিচারের আওতায় আনার ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিক্ষোভকারীদের আশ্বাস দেওয়া হয়। তারপরও তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে পুলিশ কার্যালয়ে ঢুকে যুবককে মারধর

আপডেট সময় : ১২:০৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার অভিযোগে খুলনায় পুলিশ কার্যালয়ে ঢুকে এক যুবককে মারধর করেছেন বিক্ষুব্ধ জনতা।

বুধবার দিনগত রাত পৌনে ১২টার দিকে মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে আইনশৃঙ্খলা বাহিনী জানায়, পিটুনিতে আহত যুবক বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়রা জানান, ফেসবুকে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করেন কলেজশিক্ষার্থী ওই যুবক। বুধবার রাত পৌনে ৮টার দিকে কয়েকজন শিক্ষার্থী তাকে খুঁজে বের করে সোনাডাঙ্গায় খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-কমিশনারের (সাউথ) কার্যালয়ে নিয়ে যান।

বিষয়টি জানাজানি হলে জনতা গিয়ে ওই কার্যালয় ঘেরাও এবং বিক্ষোভ শুরু করেন। অভিযুক্তকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি করে বিক্ষোভ করতে থাকেন। খবর পেয়ে সেনা ও নৌবাহিনীর সদস্যরা সেখানে গিয়ে তাদের শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে রাত পৌনে ১২টার দিকে উত্তেজিত জনতা ওই কার্যালয়ে ঢুকে ওই যুবককে মারধর করেন।

কেএমপির উপ-কমিশনার (সাউথ) তাজুল ইসলাম জানান, আটক যুবককে আদালতের মাধ্যমে বিচারের আওতায় আনার ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিক্ষোভকারীদের আশ্বাস দেওয়া হয়। তারপরও তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে।