কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রাম সদর উপজেলার নয়ারহাট উচ্চ বিদ্যালয়ের আহবায়ক কমিটি ও প্রশাসনিক অনুমোদন ছাড়াই বিদ্যালয়ের ৪ টি গাছ (যার আনুমানিক মুল্য ৪ লাখ টাকা) কর্তনের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম এর বিরুদ্ধে। এ ঘটনায় প্রশাসন ও বন বিভাগে লেখিত অভিযোগ দিয়েছেন স্থানীয়রা।
অভিযোগ সুত্রে জানা গেছে, কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের নয়ারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম নিয়মনীতি তোয়াক্কা না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই সর্বশেষ ৩০শে নভেম্বর তিন দফায় পুরাতন বড় ৪ টি গাছ(৩ টি ইউক্লিপটাস ও ১ টি শিশুক গাছ) কেটে নিয়েছে।
যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা। এসব গাছ কেটে নিজের স্বার্থে লোক দেখানো ২ টি গাছের গুড়ি দিয়ে বিদ্যালয়ে নাম মাত্র বারান্দার কাজ দেখান।বাকি ২ টি গাছ বিক্রির উদ্দেশ্যে নিকটবর্তী স মিলে লুকিয়ে রাখেন।বিষয়টি জানা জানি হলে স্থানীয়রা মৌখিকভাবে গাছ কাটার উদ্দেশ্য ও অনুমোদন সম্পর্কে জানতে চান এলাকাবাসী।কিন্তু তিনি এ বিষয়ে প্রশ্নের যথার্থ উত্তর না দিয়ে কৌশলে এড়িয়ে যান।সঠিক উত্তর না পাওয়ায় বিদ্যালয়ের উন্নয়নের স্বার্থের কথা চিন্তা করে স্থানীয় বাসিন্দা নুর শাহীন প্রশাসন ও বন বিভাগে লেখিত অভিযোগসহ আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানান|
এ বিষয়ে নয়ারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম গাছ কর্তন করার বিষয়টি স্বীকার করে প্রতিবেদককে বলেন,বিদ্যালয়ের ৪ টি গাছ কর্তন করা হয়েছে।ফোনে সব কথা বলা সম্ভব না।আসেন সাক্ষাতে কথা হবে।
কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) সাঈদা পারভীন বলেন, নয়ারহাট উচ্চ বিদ্যালয়ের গাছ কর্তনের বিষয়ে আমি কোন প্রকার অবগত নই। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।
রেজাউল মোস্তফা, চট্টগ্রাম চট্টগ্রামে পিকআপ ও কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন নিহত হয়েছেন…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে জাতীয়…
কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করার নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে। এই রায় আপিল বিভাগের ১৭…
রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল…
আন্দোলনের অন্যতম সৈনিক, কবি ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিক গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি…
মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদসহ ১৮ পুলিশ কর্মকর্তাকে বিনা…
This website uses cookies.