Categories: শিক্ষা

কুবির হবিগঞ্জের বন্ধনের নতুন নেতৃত্বে জায়েদ ও হোসাইন

কুবি সংবাদদাতা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আঞ্চলিক সংগঠন ‘হবিগঞ্জের বন্ধন’ এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের শিক্ষার্থী জায়েদ হাসান সভাপতি এবং অর্থনীতি বিভাগের হোসাইন আহমেদ সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। তারা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। গত কমিটির সভাপতি আল আমিন ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহ সভাপতি পদে আতিকুর রহমান শিপন, মাহমুদুল হাসান বাঁধন, জাকির হোসেন সুজন, ইফতেখার নাহিম, রাকিব আহমেদ, সাইফুল ইসলাম রাকিব, পূজা দাস ; যুগ্ম সাধারণ সম্পাদক পদে রিয়াজ আহমেদ, গোলাম সারওয়ার রিমন, অনুপ দাশ , সুভাষ দাস, জোবায়ের রহমান, ঋজু আক্তার, সোনিয়া আক্তার ; সাংগঠনিক সম্পাদক পদে ফরহাদ কাউছার , সহ-সাংগঠনিক সম্পাদক পদে শাহরিয়ার শাকিব ও প্রিয়ামনি দেব, অর্থ সম্পাদক পদে রিপন বৌমিক, উপ-অর্থ সম্পাদক পদে স্বরবিন্দু বৈষ্ণব, দপ্তর সম্পাদক পদে পূজা দেব, উপ-দপ্তর সম্পাদক পদে নাজমিন আক্তার ও সাদিয়া আক্তার, প্রচার সম্পাদক পদে সুজন আহমেদ , উপ-প্রচার সম্পাদক পদে শাম্মী আক্তার আঁখি, শাওন সূত্রধর ও তামান্না আক্তার দায়িত্ব পালন করবেন।

এছাড়াও শামীম আহমেদ আইন বিষয়ক সম্পাদক, আসাদুজ্জামান ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, প্রণমিতা দাস ও আহসান চৌধুরি উপ-ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক , জান্নাতুল বাকী শাম্মি আপ্যায়ন বিষয়ক সম্পাদক, এম.এ.এম আল আমিন উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক , প্রিয়ন্তী দাস প্রীথা ছাত্রী বিষয়ক সম্পাদক, সায়মা কাওনাইন উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক পদে মনোনীত হয়েছেন।

এছাড়াও কমিটির কার্যকরী সদস্যরা হলেন— মোঃ তারেক মিয়া, মোছা: শাহেলা জাহান তালুকদার, নাজমিন আক্তার, শাহ্ নাঈমা জান্নাত, তানজিন রহমান, মো: সাবাজ আহমেদ স্বাধীন, মোঃ শাহরিয়ার ইসলাম সৌরভ, হুজাইফা রায়হান, সাবিকুন্নাহার নাজিফা, আশরাফুল ইসলাম শিমুল, মোর্শেদা খানম, প্রশান্ত বৈষ্ণব, মো. সাহাদাত হাসনাত নাবিল, আদিবা ইলমিয়াত, আদিল কবির, তুষার দাশ, মিসকাত ওয়াহিদ চৌধুরী, মুনসাহাবুর রহমান মনির, অন্নপূর্ণা দাস ও অনামিকা দাস ।

সভাপতি জায়েদ হাসান বলেন, ” কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে হবিগঞ্জের বন্ধনকে অস্তিত্বের ঠিকানা মনে হয়েছে। সেখানে আমি আমার এলাকার ঘ্রাণ পাই , নিজের আঞ্চলিক ভাষায় সেখানের মানুষদের সাথে প্রাণ খোলে কথা বলা যায়। এই সংগঠনটি আমার কাছে পরিবারের মতো মনে হয়েছে। আমি আশা করি লাল মাটির ক্যাম্পাসে হবিগঞ্জের বন্ধন যুগ যুগ এগিয়ে যাবে। যদিও আমি এতো বড় দায়িত্বের যোগ্য না, তারপরও সিনিয়র ভাইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার মতো এই ছোট্ট মানুষকে এই বিশাল দায়িত্ব দেওয়ার জন্য। আমি সর্বোচ্চ চেষ্টা করবো বন্ধনকে সামনে এগিয়ে নিতে।

উল্লেখ্য, নবগঠিত এ কমিটির দায়িত্বপ্রাপ্তরা আগামী এক বছর দায়িত্ব পালন করবেন।

প্রলয় ডেস্ক/আ

Recent Posts

বাংলাদেশ খেলাফত মজলিস’র ত্রিশালে মনোনীত প্রার্থী আব্দুল কুদ্দুস সিকদার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে চুড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছেন…

30 minutes ago

শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর: মাহফুজ আলম

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা…

2 hours ago

টঙ্গীতে ১৫ রাউন্ড গুলিসহ বিদেশী রিভলবার উদ্ধার

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…

11 hours ago

ত্রিশালে অসহায় পরিবারের কাকরুল গাছের বাগান কেটে দেওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…

17 hours ago

আইসিইউতে শেরপুর জেলা সদর হাসপাতাল, দেখার কেউ নেই

এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…

17 hours ago

চিলমারীর অসহায় রফিকুল পরিবারের পাশে চার সাংবাদিক

নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…

17 hours ago

This website uses cookies.