নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দান এলাকায় তাবলিগের জামাতের দুই গ্রুপের সংঘর্ষ মাওলানা সাদ কান্ধলভীর অনুসারী ৪জন মুসল্লি আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে টঙ্গী ইজতেমা ময়দান সংলগ্ন টঙ্গী-কামারপাড়া রোডের পুলিশবক্স এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- বশির আহমেদ (৫২), মাওলানা আতাউর রহমান (৫০) হাজী মনির উদ্দিন (৪২) ও রেজা আরিফ (৪৫)। আহতদের উত্তরা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, ঘটনার পর মাওলানা জুবায়ের অনুসারি কয়েকশ উত্তেজিত মুসল্লি লাঠিসোটা নিয়ে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কের উভয়পাশ ও টঙ্গী-কামারপাড়া রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়। একপযায়ে পুলিশ এসে জুবায়ের অনুসারীদের মহাসড়ক থেকে হটিয়ে দেয়।
নিজামুদ্দিন মার্কাজ (সাদপন্থী) অনুসারীদের দাবি, আগামী ২০ ডিসেম্বর জোড় ইজতেমার বিষয়ে প্রশাসনের আমন্ত্রণে তারা এখানে আসেন। সেখানে তারা বাধার সম্মুখীন হন।
আরো পড়ুন-
তারা আরও বলেন, সুরায়ে নেজাম (যুবায়ের পন্থী) টঙ্গীতে ৫দিনের জোড় ইজতেমা করলেও আমাদেরকে সেটা করতে দেয়া হয়নি। আমরা জোড় ইজতেমা করার জন্য ময়দানে প্রবেশ করতে চাইলে আমাদেরকে তারা বাধা দেয় এবং হামলা চালায়।এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
দৈনিক প্রলয় এএএস
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট)…
This website uses cookies.